অনুশীলনে বাংলাদেশ দল ও বিরাট কোহলি
অনুশীলনে বাংলাদেশ দল ও বিরাট কোহলিছবি - সংগৃহীত

T20 World Cup 24: ইতিহাস বদলের লক্ষ্যে বাংলাদেশ! লিটনদের হারিয়ে সেমির লড়াইয়ে এক ধাপ এগোতে চায় ভারত

People's Reporter: টি-২০ বিশ্বকাপের ইতিহাসে এখনও পর্যন্ত ভারতকে হারাতে পারেনি বাংলাদেশ। বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের সাথে চারবার সাক্ষাৎ হয়েছিল ভারতের।
Published on

শনিবার (ভারতীয় সময় সন্ধ্যা ৮টা) বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালের জন্য একধাপ এগিয়ে থাকতে চায় টিম ইন্ডিয়া। গ্রুপ ওয়ানে প্রথমে রয়েছে অস্ট্রেলিয়া এবং দ্বিতীয় স্থানে ভারত। দুই দলেরই পয়েন্ট ২। অন্যদিকে সুপার এইটের প্রথম ম্যাচ হেরে বেশ চাপে বাংলাদেশ।

টি-২০ বিশ্বকাপের ইতিহাসে এখনও পর্যন্ত ভারতকে হারাতে পারেনি বাংলাদেশ। বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের সাথে চারবার সাক্ষাৎ হয়েছিল ভারতের। সবগুলোতেই জয়লাভ করে ভারত। ২০০৯ সালে ২৫ রানে বাংলাদেশকে হারায় টিম ইন্ডিয়া। ২০১৪ বিশ্বকাপে ৮ উইকেটে জেতে ভারত। ২০১৬ সালে ১ রান জয় ছিনিয়ে নেয় ব্লুজরা। ২০২২ বিশ্বকাপে ডিএলএস নিয়মের মাধ্যমে ভারতের কাছে ৫ রানে হারে বাংলাদেশ।

এছাড়া আন্তর্জাতিক টি-২০ ফরম্যাটে ১৩ বার মুখোমুখি হয়েছে দুই দেশ। যার মধ্যে ১২ বারই জিতেছে ভারত এবং মাত্র ১ বার জয় পায় বাংলাদেশ।

চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত অপরাজিত রয়েছে টিম ইন্ডিয়া। সুপার এইটের গ্রুপ ওয়ানে অস্ট্রেলিয়ার কাছে হেরে বেশ চাপে রয়েছে বাংলাদেশ। অন্যদিকে আফগানিস্তানকে হারিয়ে ছন্দে টিম ইন্ডিয়া। কিন্তু রাহুল দ্রাবিড়কে ভাবাচ্ছে বিরাট কোহলি এবং রোহিত শর্মার ফর্ম। এখনও পর্যন্ত দুই তারকা ব্যাটারের ব্যাট থেকে বড় ইনিংস আসেনি (আয়ারল্যান্ডের বিরুদ্ধে রোহিতের ৩৭ বলে ৫২ রান ছাড়া)। প্রতিটা ম্যাচেই ফ্লপ হয়েছে ভারতের ওপেনিং জুটি।

আজকের ম্যাচ জিততে পারলে ৪ পয়েন্টে পৌঁছে যাবে ভারত। সেক্ষেত্রে বাংলাদেশের টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া নিশ্চিত হয়ে যাবে। তাই ভারতের বিরুদ্ধে 'ডু অর ডাই' ম্যাচ বাংলাদেশের।

বাংলাদেশ অধিনায়ক শান্ত বলেন, আমাদের পর পর দুটো ম্যাচে জিততেই হবে। জেতা ছাড়া অন্য কিছুই ভাবছি না। কারণ একটা ম্যাচ হারলেই বিশ্বকাপ থেকে ছিটকে যাবো আমরা। আগের ম্যাচের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে এই ম্যাচে ঝাঁপাবো।

অনুশীলনে বাংলাদেশ দল ও বিরাট কোহলি
Copa America 2024: লাতিন আমেরিকায় আর্জেন্টাইন কোচদের দাপট, ১০ দলে কমপক্ষে একজন লা লিগার ফুটবলার
অনুশীলনে বাংলাদেশ দল ও বিরাট কোহলি
T20 World Cup 24: প্রায় অর্ধেক ইনিংসেই বিরাটের বিশ্বরেকর্ড স্পর্শ সূর্যকুমারের!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in