রবিবার টি-২০ বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচ। মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত এবং পাকিস্তান। পরিসংখ্যান বলছে পাকিস্তানের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে ভারত। তবে ম্যাচ যে খুব একটা সহজ হবে না তা দুই দলই জানে।
মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে হেরে বেশ চাপে রয়েছে পাকিস্তান। অন্যদিকে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের একদম শুরুতেই বিরাট কোহলি আউট হয়ে যাওয়াটা চিন্তায় রেখেছে ভারতীয় শিবিরকে। তবে পাকিস্তানের বিরুদ্ধে বরাবরই দায়িত্বের সাথে খেলেন 'কিং কোহলি'।
আইসিসির পরিসংখ্যান বলছে টি-২০ বিশ্বকাপের মঞ্চে বরাবরই পাকিস্তানের বিরুদ্ধে দাপট দেখিয়েছে টিম ইন্ডিয়া। মোট ৭ বার মুখোমুখি হয়েছে দুই দল। যার মধ্যে ৬ বার জিতেছে ভারত এবং ১ বার জিতেছে পাকিস্তান।
২০০৭ সালে ডারবানে প্রথম মুখোমুখি (টি-২০ বিশ্বকাপ) হয়েছিল ভারত-পাকিস্তান। ম্যাচটি ড্র হয়। বোল আউট করার মাধ্যমে ম্যাচ জিতে নেয় ভারত। ওই টুর্নামেন্টের ফাইনালেও মুখোমুখি হয়েহচিল দুই দেশ। ফাইনালে পাকিস্তানকে ৫ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত।
২০১২ টি-২০ বিশ্বকাপের সুপার আটে মুখোমুখি হয়েছিল দুই দেশ। ৮ উইকেটে জিতেছিল টিম ইন্ডিয়া। ২০১৪ বিশ্বকাপে ঢাকাতে গ্রুপ স্টেজে দুই দেশ একে অন্যের বিরুদ্ধে খেলেছিল। ৭ উইকেটে জয় ছিনিয়ে নেয় ভারত।
২০১৬ টি-২০ বিশ্বকাপে কলকাতাতে গ্রুপ পর্যায়ের ম্যাচে মুখোমুখি হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বী। সেই ম্যাচও ৬ উইকেটে জিতে নেয় বিরাট কোহলিরা। ২০২১ বিশ্বকাপে দুবাইতে ভারতের বিরুদ্ধে প্রথম জয় পায় পাকিস্তান। ১০ উইকেটে ভারতকে পরাস্ত করেছিল পাক দল। ২০২২ টি-২০ বিশ্বকাপে কোহলির ৮২ রানের ইনিংসের সুবাদে ৪ উইকেটে পাকিস্তানকে হারিয়েছিল ভারত।
বিশেষজ্ঞদের মতে বড় ম্যাচে পরিসংখ্যান খুব একটা গুরুত্ব পায় না। কারণ নির্দিষ্ট দিনের পরিস্থিতির ওপর ম্যাচ নির্ভর করে। এখন দেখার আগামী রবিবার ভারত জয়ের ধারা বজায় রাখে নাকি ঘুরে দাঁড়াবে পাকিস্তান।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন