T20 World Cup 24: বিশ্বকাপে ধোনির এই রেকর্ড ভাঙা কঠিন, ডেভিলিয়ার্সকে পিছনে ফেলতে পারেন ওয়ার্নার

People's Reporter: টি-২০ বিশ্বকাপে মোট ৩২টি আউট করেছেন ধোনি (রান আউট বাদে)। যার মধ্যে ক্যাচ নিয়েছেন ২১টি এবং স্টাম্পিং করেছেন ১১টি।
মহেন্দ্র সিং ধোনি
মহেন্দ্র সিং ধোনিছবি - ধোনির ফেসবুক পেজ
Published on

টি-২০ বিশ্বকাপে মহেন্দ্র সিং ধোনি এবং এবি ডেভিলিয়ার্সের রেকর্ড এখনও ভাঙতে পারেননি কেউ। উইকেট কিপার হিসেবে সবথেকে বেশি আউট করার রেকর্ড রয়েছে ধোনির। এছাড়া ফিল্ডার হিসেবে সর্বাধিক ক্যাচ নিয়েছেন ডেভিলিয়ার্স।

আর মাত্র একদিনের অপেক্ষা। ২ জুন রবিবার থেকে শুরু হবে টি-২০ বিশ্বকাপ। তবে উইকেট কিপার হিসেবে এই রেকর্ড এখনও ধোনির দখলেই রয়েছে। টি-২০ বিশ্বকাপে মোট ৩২টি আউট করেছেন ধোনি (রান আউট বাদে)। যার মধ্যে ক্যাচ নিয়েছেন ২১টি এবং স্টাম্পিং করেছেন ১১টি।

ধোনির পরেই রয়েছেন পাকিস্তানের উইকেট কিপার কামরান আকমল। তিনি মোট আউট করেছেন ৩০টি। ক্যাচ নিয়েছেন ১২টি এবং স্টাম্পিং করেছেন ১৮টি। তৃতীয় স্থানে ওয়েস্ট ইন্ডিজের দীনেশ রামডিন। ১৮টি ক্যাচ এবং ৯টি স্টাম্পিং করেছেন। ১২টি ক্যাচ এবং ১৪টি স্টাম্পিং করে চতুর্থ স্থানে শ্রীলঙ্কার উইকেট রক্ষক কুমার সাঙ্গাকারা। দক্ষিণ আফ্রিকার উইকেট রক্ষক ক্যুইন্টন ডি'কক রয়েছেন পঞ্চম স্থানে। তিনি ১৭টি ক্যাচ এবং ৫টি স্টাম্পিং করেছেন।

এছাড়া ফিল্ডার হিসেবে (নন-উইকেটকিপার) সর্বাধিক ক্যাচ নেওয়ার রেকর্ড রয়েছে দক্ষিণ আফ্রিকার এবি ডেভিলিয়ার্সের। মোট ২৩টি ক্যাচ নিয়েছেন। ২১টি ক্যাচ নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। ১৯টি ক্যাচ নিয়ে তৃতীয় স্থানে নিউজিল্যান্ডের মার্টিন গাপ্তিল। ১৬টি ক্যাচ নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন রোহিত শর্মা এবং ম্যাক্সওয়েল। পঞ্চম স্থানে রয়েছেন কেন উইলিয়ামসন এবং ডোয়েন ব্রাভো। তাঁরা টি-২০ বিশ্বকাপে ১৫টি করে ক্যাচ নিয়েছেন।

আসন্ন টি-২০ বিশ্বকাপে ধোনির রেকর্ড ভাঙা অসম্ভব হলেও ডেভিলিয়ার্সের রেকর্ড ভাঙাটা সহজ। ডেভিড ওয়ার্নার, রোহিত শর্মা এবং ম্যাক্সওয়েলের কাছে সেই সুযোগ রয়েছে।

মহেন্দ্র সিং ধোনি
T20 World Cup 24: একনজরে দেখুন টি-২০ বিশ্বকাপের মঞ্চে দ্রুততম শতরানের মালিকদের
মহেন্দ্র সিং ধোনি
T20 World Cup 24: সর্বাধিক রান থেকে সর্বাধিক উইকেট শিকার, দেখা যাক বিগত বিশ্বকাপগুলির রেকর্ড

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in