T20 World Cup 24: এই বিশ্বকাপ না জিতলে বার্বাডোজের সমুদ্রে ঝাঁপ দিতে পারে রোহিত - সৌরভ গাঙ্গুলি

People's Reporter: সৌরভ গাঙ্গুলি বলেন, খাতায় কলমে ভারত শক্তিশালী দল। ওরা ফেভরিটও। কিন্তু মনে রাখতে হবে দক্ষিণ আফ্রিকাও অপরাজিত থেকে ফাইনালে পৌঁছেছে।
সৌরভ গাঙ্গুলি
সৌরভ গাঙ্গুলিফাইল ছবি
Published on

শনিবার টি-২০ বিশ্বকাপ ফাইনাল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফাইনালে নামবে টিম ইন্ডিয়া। ২০০৭ সালের পরে আর টি২০ বিশ্বকাপ আসেনি ভারতের। তেমনই ২০১৩ সালে শেষ চ্যাম্পিয়ন্স ট্রফি পেয়েছে ভারত। সেটাই শেষ আইসিসি ট্রফি। শেষবার ২০২৩ ওয়ান ডে বিশ্বকাপ ফাইনালে উঠলেও ট্রফি আসেনি ভারতের। অন্যদিকে এইবার প্রথম কোনও আইসিসি টুর্নামেন্টের ফাইনালে দক্ষিণ আফ্রিকা।

কলকাতার এক পাঁচতারা হোটেলে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি বিশ্বকাপ ফাইনাল প্রসঙ্গে বলেন, 'খাতায় কলমে ভারত শক্তিশালী দল। ওরা ফেভরিটও। কিন্তু মনে রাখতে হবে দক্ষিণ আফ্রিকাও অপরাজিত থেকে ফাইনালে পৌঁছেছে। আশা করছি ভারত জিতবে। আর ২০২৩ বিশ্বকাপ ফাইনালে রোহিত শর্মার নেতৃত্বে ভারত ৭ মাস আগেই হেরেছে। এবারেও যদি হারে রোহিত বার্বাডোজের সমুদ্রে ঝাঁপ মারবে।'

দক্ষিণ আফ্রিকা দলকে সতর্ক করে সৌরভ বলেন, 'ভুলেও এই ভারতের বিরুদ্ধে পরে ব্যাট করতে যেও না। দক্ষিণ আফ্রিকাকে সতর্ক করে দিচ্ছি। ভারতের এই বোলিং আক্রমণের বিরুদ্ধে পরে ব্যাট করলে পস্তাতে হবে। দক্ষিণ আফ্রিকার কাছেও তো এই ফাইনাল বিরাট এক মুহূর্ত।'

বিরাট কোহলির অফ ফর্ম নিয়ে সৌরভ বলেন, 'এটা কোনো ব্যাপার নয়। একটা টুর্নামেন্ট খারাপ যেতেই পারে। গত কয়েক বছরে ধারাবাহিকভাবে রান করে এসেছে ও। দ্রাবিড়, শচীনদের সঙ্গে একই সারিতে সর্বকালের সেরাদের মধ্যে আছে কোহলি।'

সৌরভ গাঙ্গুলি
INDW vs SAW: শেফালী-স্মৃতির দুরন্ত পার্টনারশিপ, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্বরেকর্ড ভারতের
সৌরভ গাঙ্গুলি
T20 World Cup 24: ১০ বছর পর টি-২০ বিশ্বকাপের ফাইনালে ভারত, ব্রিটিশ বধ করে নজির রোহিতের!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in