টি-২০ বিশ্বকাপে ভারত-পাক ম্যাচ নিয়ে উত্তাপের পারদ চড়ছে। এরই মধ্যে জানা যাচ্ছে এই ম্যাচে জঙ্গি হামলার ছক কষা হয়েছে। যা নিয়ে নিরাপত্তা জোরদার করছে নিউইয়র্ক পুলিশ।
আগামী ৯ জুন নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচ রয়েছে। ভারতীয় সময় সন্ধ্যা ৮টা থেকে। সেই ম্যাচেই নাকি হামলয়ার ছক কষেছে এক জঙ্গি সংগঠন। তবে ম্যাচ নির্বিঘ্নেই করার আশ্বাস দিয়েছে আইসিসি এবং নিউইয়র্ক প্রশাসন।
নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল জানান, আমি নিউইয়র্ক রাজ্যপুলিশকে কড়া নির্দেশ দিয়েছি নিরাপত্তা সুনিশ্চিত করতে। এই ক্রিকেট বিশ্বকাপকে আমরা নিরাপদ এবং উপভোগ করার মতো স্মরণীয় করতে চাই। শহরজুড়ে নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে।
নাসাউ কাউন্টির পুলিশ কমিশনার প্যাট্রিক রাইডার হুমকির কথা স্বীকার করে নিয়েছেন। তিনি জানান, একটি ভিডিও-র মাধ্যমে জঙ্গি হামলার হুমকি দেওয়া হয়েছে। বলা হয়েছে 'লোন উলফ' কায়দায় ম্যাচের দিন হামলা চালানো হবে।
তিনি আরও জনান, 'আমরা পুরো বিষয়টি যথেষ্ট গুরুত্বের সাথে নজর রাখছি। ভারত-পাকিস্তান ম্যাচের মতো হাইভোল্টজ ম্যাচ হবে। প্রচুর সমর্থক আসবেন খেলা দেখতে। তাঁদের নিরাপত্তার দায়িত্ব আমাদের'।
এই প্রসঙ্গে আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, টুর্নামেন্টের প্রত্যেকের নিরাপত্তা আমাদের প্রথম অগ্রাধিকার। আমাদের পরিকল্পনাও সেই রকমই আছে। অংশগ্রহণকারী সমস্ত দেশের সাথে ক্রমাগত যোগাযোগ রাখছি আমরা। কারুর কোনো সমস্যা হবে না। শান্তিপূর্ণ টুর্নামেন্ট চালাতে আমরা বদ্ধপরিকর।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন