টি-২০ বিশ্বকাপে রেকর্ডের তালিকা দেখলে সেখানে 'ইউনিভার্স বস' ক্রিস গেইলের রেকর্ড থাকবেই। এখনও পর্যন্ত টি-২০ বিশ্বকাপে গেইলের করা দ্রুততম সেঞ্চুরির রেকর্ড কেউ ভাঙতে পারেননি।
গেইল মানেই বিধ্বংসী ব্যাটিং-র সাথে পুরো মাঠকে আনন্দ দেওয়া এক ক্রিকেটার। ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫০ বলে সেঞ্চুরি করে সকলের নজর কেড়েছিলেন ক্রিস গেইল। ২০১৬-র বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ৪৭ বলে সেঞ্চুরি করে নিজের রেকর্ডই ভাঙেন গেইল।
এরপর রয়েছেন নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাকুলাম। ২০১২-র বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে তিনি ৫১ বলে শতরান করেছিলেন। ২০২২ বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার রিলি রোসোউ ৫২ বলে সেঞ্চুরি করেছিলেন। ২০১৪ বিশ্বকাপে বাংলাদেশেরই বিরুদ্ধে ৫৮ বলে শতরান করেছিলেন পাকিস্তানের আহমেদ শাহজাদ।
দ্রুততম সেঞ্চুরির পাশাপাশি বিশ্বকাপের মঞ্চে সর্বাধিক ছয়ের রেকর্ডও রয়েছে গেইলের দখলে। তিনি ৬৩টি ছয় মেরে শীর্ষে রয়েছেন। দ্বিতীয় স্থানে 'হিটম্যান' রোহিত শর্মা। তিনি ৩৫টি ছয় মেরেছেন। আসন্ন বিশ্বকাপে গেইলের রেকর্ড ভাঙতে পারেন কিনা সেটাই দেখার। এই তালিকায় তৃতীয় স্থানে ইংল্যান্ডের জস বাটলার এবং ভারতের যুবরাজ সিং। তাঁদের দখলে রয়েছে ৩৩টি ছয়। শেন ওয়াটসন এবং ডেভিড ওয়ার্নার ৩১টি করে ছয় মেরেছেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন