দোরগোড়ায় বিশ্বকাপ। তার আগেই সকলকে অবাক করে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল।
বুধবার আফগানিস্তানের বিপক্ষে হারের পর বৃহস্পতিবার একটি সাংবাদিক সম্মেলন করেন বাংলাদেশের ওডিআই অধিনায়ক। এই সাংবাদিক সম্মেলনে চোখের জলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তিনি।
সাংবাদিক সম্মেলনে তামিম বলেন, "আফগানিস্তানের বিপক্ষে কালকের ম্যাচটি, আন্তর্জাতিক ক্রিকেটে আমার শেষ ম্যাচ ছিল। এই সিদ্ধান্তটি আমি হুট করে নিইনি। আমি গত কয়েকদিন থেকে এটা ভাবছিলাম। আমি পরিবারের সঙ্গেও কথা বলেছি। আমি মনে করি এটাই সঠিক সময় সিদ্ধান্ত নেওয়ার।"
বিদায় নেওয়ার সময় বারবার নিজের বাবা ইকবাল খানের কথা স্মরণ করেছেন তামিম। তিনি বলেন, "আমি আমার বাবার স্বপ্নপূরণ করার জন্য খেলেছি। জানিনা এই ষোলো বছরে কতটা পেরেছি। একটা কথাই শুধু বলতে পারি, আমি সবসময়ই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি।" এরপরেই কান্নায় ভেঙে পড়েন বাংলাদেশের ক্রিকেটের বহু যুদ্ধের এই লড়াকু সৈন্যিক।
২০২২ সালে টি-টোয়েন্টি ক্রিকেট না খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন তামিম। এবার অবসর নিলেন সব ফর্ম্যাট থেকেই। ২০০৭ সালের ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন। দেশের জার্সিতে ১৬ বছরে খেলেছেন ২৪১টি ওডিআই ম্যাচ। ৩৬.৬২ গড়ে রান করেছেন ৮ হাজার ৩১৩। পাশাপাশি টেস্টে ৭০ ম্যাচে ৩৮.৮৯ গড়ে করেছেন ৫ হাজার ১৩৪ রান। আর ৭৮টি টোয়েন্টি খেলে ২৪.০৮ গড়ে ১ হাজার ৭৫৮ রান করেছেন তিনি। ক্রিকেটের তিন ফর্ম্যাটেই সেঞ্চুরির নজির রয়েছে তাঁর। তামিম ওডিআই ক্রিকেটে সেঞ্চুরি করেছেন ১৪ টি, টেস্টে ১০টি এবং টি-টোয়েন্টিতে ১টি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন