TATA IPL 2023: অধিনায়ক হিসেবে ফের প্রত্যাবর্তন অজি তারকার, দিল্লি ক্যাপিটালসের নেতা ওয়ার্নার

আইপিএলে বিদেশী খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে সফল ডেভিড ওয়ার্নারই। ১৬২ ম্যাচে তিনি রান করেছেন ৫৮৮১। দিল্লি ক্যাপিটালসের সহ অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে ভারতের তারকা অলরাউন্ডার অক্ষর প্যাটেলের নাম।
দিল্লি ক্যাপিটালসের নেতা ওয়ার্নার
দিল্লি ক্যাপিটালসের নেতা ওয়ার্নারছবি দিল্লি ক্যাপিটালসের ট্যুইটার
Published on

গত ডিসেম্বরে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় মারাত্মক ভাবে আহত হয়েছিলেন ভারতের তারকা উইকেট কিপার ঋষভ পান্ত। যে কারণে আসন্ন আইপিএলেও খেলতে পারবেন না তিনি। পান্তের অনুপস্থিতিতে তাই দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক কে হবেন তা নিয়ে বেশ জল্পনা শুরু হয়েছিল। বৃহস্পতিবার সকালেই সেই জল্পনার অবসান ঘটিয়েছে দিল্লি ক্যাপিটালস। অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ব্যাটার ডেভিড ওয়ার্নারের হাতেই তুলে দেওয়া হচ্ছে অধিনায়কত্বের ব্যাটন। সহ অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে ভারতের তারকা অলরাউন্ডার অক্ষর প্যাটেলের নাম।

অধিনায়ক হিসেবে ফের প্রত্যাবর্তন ঘটছে ওয়ার্নারের। আইপিএলের মঞ্চে অন্যতম সফল অধিনায়ক এই অজি তারকা। তাঁর হাত ধরেই ২০১৬ সালে বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়ে আইপিএল খেতাব জেতে হায়দরাবাদ। এর আগে দিল্লির হয়েও অধিনায়কত্ব করেছিলেন ওয়ার্নার। এবার অজি তারকার হাত ধরেই অধরা শিরোপা জয়ের লড়াইয়ে নামবে ক্যাপিটালস।

২০০৯ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে খেলেছিলেন ওয়ার্নার।ওই সময় দিল্লির হয়ে বেশ কিছু ম্যাচে অধিনায়ক হিসেবে দেখা গিয়েছিল তাঁকে। এরপর সানরাইজার্স হায়দরাবাদে গিয়েছিলেন। ২০১৫ সালে সানরাইজার্সদের অধিনায়কত্ব পাওয়ার পরের মরসুমেই দলকে চ্যাম্পিয়ন করেন তিনি। সার্বিকভাবে আইপিএলে মোট ৬৯ টি ম্যাচে অধিনায়কত্ব করেছেন ওয়ার্নার। জিতেছেন ৩৫ টি ম্যাচে।

নতুন দায়িত্ব পাওয়ার পর ডেভিড ওয়ার্নার বলেছেন, "ঋষভ দিল্লি ক্যাপিটালসের এক জন অসাধারণ অধিনায়ক। এবং আমরা সবাই ওকে মিস করবো। আমি ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাতে চাই, তারা আমার প্রতি যে বিশ্বাস দেখিয়েছে তার জন্য। এই ফ্র্যাঞ্চাইজিটি সব সময়েই আমার দ্বিতীয় বাড়ি। এবং আমি প্রতিভাবান সব প্লেয়ারদের নেতৃত্ব দায়িত্ব পাওয়ার পর খুবই উচ্ছ্বসিত। আমি সকলের সঙ্গে দেখা করার অপেক্ষা রয়েছি।"

আইপিএলে বিদেশী খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে সফল ডেভিড ওয়ার্নারই। ১৬২ ম্যাচে তিনি রান করেছেন ৫৮৮১। বিদেশীদের মধ্যে রানের নিরিখে তাঁর পরে রয়েছেন এবি ডিভিলিয়ার্স। প্রোটিয়া তারকা ১৮৪ ম্যাচে ৫১৬২ রান করেন। সবমিলিয়ে আইপিএলে রানের নিরিখে তৃতীয় স্থানে রয়েছেন ওয়ার্নার। শীর্ষে রয়েছেন বিরাট কোহলি এবং দ্বিতীয় স্থানে শিখর ধাওয়ান। বিরাট ২২৩ ম্যাচ খেলে রান করেছেন ৬৬২৪। শিখর ২০৬ ম্যাচে রান করেছেন ৬২৪৪। ওয়ার্নার আইপিএলের মঞ্চে সবচেয়ে বেশি অর্ধশতরানের মালিক। মোট ৫৫ বার হাফ-সেঞ্চুরি করেছেন তিনি। দ্বিতীয় স্থানে থাকা শিখর ধাওয়ান হাফ-সেঞ্চুরি করেছেন ৪৭ বার। বিরাট কোহলির হাফ-সেঞ্চুরি ৪৪ টি।

দিল্লি ক্যাপিটালসের নেতা ওয়ার্নার
ICC Test Rankings: শীর্ষে রবিচন্দ্রন অশ্বিন, বড় লাফ দিলেন বিরাট কোহলি

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in