IPL 2023: কোহলিকে পেছনে ফেলে বড় নজির গড়লেন ডেভিড ওয়ার্নার

আইপিএলের ইতিহাসে দ্রুততম ব্যাটার হিসেবে ৬০০০ রানের মাইলস্টোন অতিক্রম করলেন অজি তারকা ডেভিড ওয়ার্নার।
আইপিএলের ইতিহাসে দ্রুততম ব্যাটার হিসেবে ৬০০০ রানের মাইলস্টোন অতিক্রম করলেন ওয়ার্নার
আইপিএলের ইতিহাসে দ্রুততম ব্যাটার হিসেবে ৬০০০ রানের মাইলস্টোন অতিক্রম করলেন ওয়ার্নার
Published on

বিরাট কোহলিকে পেছনে ফেলে আইপিএল মঞ্চে বড় রেকর্ড গড়লেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। আইপিএলের ইতিহাসে দ্রুততম ব্যাটার হিসেবে ৬০০০ রানের মাইলস্টোন অতিক্রম করলেন এই অজি তারকা। পাশাপাশি আইপিএলের মাত্র তৃতীয় ব্যাটার এবং প্রথম বিদেশী ক্রিকেটার হিসেবেও ৬,০০০ রান করার কীর্তি অর্জন করলেন ওয়ার্নার।

গতকাল রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৫৫ বলে ৬৫ রান করেন ওয়ার্নার। এই ইনিংসের ফলে অজি তারকার আইপিএলে রানের সংখ্যা দাঁড়িয়েছে ৬০৩৯। ১৬৫ ম্যাচের ১৬৫ ইনিংসে এই নজির গড়লেন ওয়ার্নার। আইপিএলে সবচেয়ে বেশিবার অর্ধশতরানের মালিকও তিনি। এখনও পর্যন্ত মোট ৫৭ টি হাফ-সেঞ্চুরি করেছেন ওয়ার্নার। সেঞ্চুরি করেছেন ৪ টি।

উল্লেখযোগ্য ব্যাপার হলো, আইপিএলে দ্রুততম ৬ হাজার রানের মালিক ওয়ার্নার বিরাট কোহলির থেকে ২৩ ইনিংস কম খেলেই এই নজির গড়লেন। বিরাট ১৮৮ ইনিংস খেলে ৬,০০০ রান পূর্ণ করেছিলেন। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন শিখর ধাওয়ান। পাঞ্জাব কিংসের অধিনায়ক ১৯৯ ইনিংস খেলে ৬,০০০ রান করেন।

আইপিএলে রানের নিরিখে শীর্ষে রয়েছেন বিরাট কোহলি। ৬,৭২৭ রান করেছেন তিনি। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন শিখর ধাওয়ান। ৬,৩৭০ রান রয়েছে তাঁর ঝুলিতে। ৬,০৩৯ রান নিয়ে তৃতীয় স্থানে ওয়ার্নার। ৫,৯০১ রানের মালিক রোহিত রয়েছেন চতুর্থ স্থানে।

আইপিএলের ইতিহাসে দ্রুততম ব্যাটার হিসেবে ৬০০০ রানের মাইলস্টোন অতিক্রম করলেন ওয়ার্নার
IPL 2023: অপেক্ষার অবসান, নাইট শিবিরে যোগ দিচ্ছেন বাংলাদেশী তারকা

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in