IPL 2023: স্যামসনের গ্লাভস লেগে পড়েছিল বেল! রোহিতের আউট ঘিরে বিতর্ক

রোহিত ভক্তদের দাবি রোহিত আউট হওয়ার আগেই স্যামসনের গ্লাভস লেগে বেল পড়ে যায়। অন্যদিকে, সোশ্যাল মিডিয়ায় এই প্রশ্নও উঠছে, রোহিত কেন রিভিউ নেওয়ার আর্জি জানান নি?
বিতর্কিত সেই মুহূর্ত
বিতর্কিত সেই মুহূর্তছবি সৌজন্যে মুম্বাই ইন্ডিয়ান্স ফ্যানস আর্মি টুইটার হ্যান্ডেল
Published on

টান টান উত্তেজনার এক ম্যাচে রবিবার রাজস্থান রয়্যালসকে হারিয়ে জয় তুলে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। রাজস্থানের সংগ্রহ করা ২১২ রানের জবাবে ব্যাট করতে নেমে তিন বল হাতে রেখেই জয় পায় মুম্বই। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ১৭ রান। জেশন হোল্ডারকে টানা তিন বলে তিনটি ছক্কা হাঁকিয়ে তিন বল হাতে রেখেই মুম্বইকে ম্যাচ জেতান টিম ডেভিড। তবে মুম্বই জিতলেও এই ম্যাচে রোহিত শর্মার আউট নিয়ে তৈরি হয়েছে জোর বিতর্ক। মুম্বই অধিনায়ক রোহিত যে বলে আউট হয়েছেন, সেখানে বলের ধাক্কায় বেল পড়ে গিয়েছে, নাকি রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসনের গ্লাভসের ধাক্কায় বেল পড়ে গিয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

রবিবার লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ৫ বল খেলে ৩ রান করেন রোহিত। দ্বিতীয় ওভারের শেষ বলে সন্দীপ শর্মার বলে আউট হয়ে যান রোহিত। তাঁর এই আউট হওয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় সৃষ্টি হয়েছে বড় বিতর্ক। রোহিত ভক্তদের দাবি রোহিত আউট হওয়ার আগেই স্যামসনের গ্লাভস লেগে বেল পড়ে যায়। একাধিক ছবি ও ভিডিও পোস্ট করে তারা প্রমাণের চেষ্টা করছেন রোহিত শর্মা ভুল আম্পায়ারিংয়ের শিকার।

অন্যদিকে, সোশ্যাল মিডিয়ায় এই প্রশ্নও উঠছে, রোহিত কেন রিভিউ নেওয়ার আর্জি জানান নি? পাশাপাশি, প্রশ্ন উঠছে অনফিল্ড আম্পায়াররাও রিভিউ নিল না কেন?

শুধু রোহিত শর্মার নয়, এই ম্যাচে যশস্বী জয়সওয়ালের আউট নিয়েও বিতর্ক শুরু হয়েছে। রবিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বইয়ের বিরুদ্ধে দুরন্ত শতরান করেন যশস্বী। শেষ ওভারে এসে আউট হন তিনি। যে বলটিতে আউট হন তিনি, সেটি 'নো বল' ছিল বলে দাবি করেছেন অনেকেই। আরশাদ খানের বলটি কোমরের উপরে ছিল কিনা, তা দেখতে রিভিউ নেন অনফিল্ড আম্পায়ার। রিভিউয়ে দেখা যায় যে ক্রিজের ভিতরেই দাঁড়িয়ে আছেন যশস্বী। বল ট্র্যাকারে বলের গতিপথ দেখতে চান তৃতীয় আম্পায়ার। তাতে দেখা যায় যে যশস্বীর কোমরের উপর দিয়েই বলটা বেরিয়ে যেত। তবে সম্ভবত যশস্বীর হাঁটু সামান্য মুড়ে থাকায় তৃতীয় আম্পায়ার জানিয়ে দেন যে বলটি বৈধ। এরপরেই শুরু হয় বিতর্ক। এদিন ৬২ বলে ১২৪ রান করেন যশস্বী। রাজস্থান ম্যাচ হারলেও ম্যাচ সেরার পুরস্কার ওঠে যশস্বীর হাতেই।

বিতর্কিত সেই মুহূর্ত
রক্ষণভাগ মজবুত করতে এই ২ ভারতীয় ডিফেন্ডারকে দলে নিতে চাইছে মোহনবাগান

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in