TATA IPL 2023: হায়দরাবাদের নতুন অধিনায়ক! অরেঞ্জ আর্মির নেতৃত্বে প্রোটিয়া তারকা এইডেন মার্করাম

২০২১ সালে মার্করামকে ডেভিড মালানের পরিবর্ত হিসেবে দলে এনেছিল পাঞ্জাব কিংস। গত মরশুমে খেলেন সানরাইজার্সের হয়ে।
এইডেন মার্করাম
এইডেন মার্করামছবি - আইসিসি ক্রিকেটের ওয়েব সাইট
Published on

আসন্ন আইপিএলের জন্য নতুন অধিনায়ক ঘোষণা করলো সানরাইজার্স হায়দরাবাদ। সম্প্রতি দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লীগে সানরাইজার্স ইস্টার্ন কেপকে চ্যাম্পিয়ন করা এইডেন মার্করাম হচ্ছেন হায়দরাবাদের অধিনায়ক। গত বছর কেন উইলিয়ামসনের নেতৃত্বে আইপিএলে সানরাইজার্স অষ্টম স্থানে শেষ করেছিল। সেই পরিস্থিতিতে গত ডিসেম্বরের মিনি নিলামের আগে নিউজিল্যান্ডের তারকাকে ছেড়ে দেয় সানরাইজার্স। এবার প্রোটিয়া তারকার হাত ধরে সাফল্য পাওয়ার আশায় রয়েছে তারা।

এই নিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তৃতীয় মরশুমে খেলবেন মার্করাম। ২০২১ সালে তাঁকে ডেভিড মালানের পরিবর্ত হিসেবে দলে এনেছিল পাঞ্জাব কিংস। গত মরশুমে খেলেন সানরাইজার্সের হয়ে। অরেঞ্জ আর্মির হয়ে তিনি ১৪টি ম্যাচে ৪৭.৬৩ গড়ে ৩৮১ রান করেন। সর্বাধিক স্কোর অপরাজিত ৬৮। স্ট্রাইক রেট ১৩৯.০৫।

দক্ষিণ আফ্রিকায় এবার থেকেই শুরু হয়েছে টি ২০ লিগ- এসএ ২০। তাতে সানরাইজার্স হায়দরাবাদের ফ্র্যাঞ্চাইজির দল ছিল। মার্করামের নেতৃত্বেই সানরাইজার্স ইস্টার্ন কেপ প্রথম এসএ-২০ খেতাব জিতেছে। আইপিএলেও তাঁর হাত ধরে শিরোপা জিততে চায় ২০১৬-সালের চ্যাম্পিয়নরা।

এবারের মিনি নিলামে ঢেলে দল সাজিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। ইংল্যান্ডের হ্যারি ব্রুক (১৩.২৫ কোটি), ভারতের মায়াঙ্ক আগরওয়াল (৮.২৫ কোটি), এবং দক্ষিণ আফ্রিকার হেনরিখ ক্লাসেনের (৫.২৫ কোটি) জন্য প্রচুর টাকা খরচ করেছে অরেঞ্জ আর্মি। এবারের আসরে বেশ পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামবে সানরাইজার্স।

সানরাইজার্স হায়দ্রাবাদের সম্পূর্ণ স্কোয়াড:

আইপিএল ২০২৩ নিলামে নেওয়া খেলোয়াড়: আনমোলপ্রীত সিং, আকেল হোসেইন, নীতীশ কুমার রেড্ডি, মায়াঙ্ক ডাগর, উপেন্দ্র যাদব, সানভির সিং, সমর্থ ব্যাস, বিভ্রান্ত শর্মা, মায়াঙ্ক মারকান্ডে, আদিল রাশিদ, হেনরিখ ক্লাসেন, মায়াঙ্ক আগরওয়াল, হ্যারি ব্রুক ।

খেলোয়াড় ধরে রাখা হয়েছিল: আব্দুল সামাদ, এইডেন মার্করাম, রাহুল ত্রিপাঠি, গ্লেন ফিলিপস, অভিষেক শর্মা, মার্কো জানসেন, ওয়াশিংটন সুন্দর, ফজলহক ফারুকী, কার্তিক ত্যাগী, ভুবনেশ্বর কুমার, টি নটরাজন, উমরান মালিক।

এইডেন মার্করাম
রাহুলকে নিয়ে বাকযুদ্ধ থামছেই না দুই প্রাক্তনীর, আকাশ চোপড়াকে পাল্টা দিলেন ভেঙ্কটেশ প্রসাদ

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in