অবশেষে অপেক্ষার অবসান ঘটলো। আমেদাবাদে গুজরাট টাইটানসের বিপক্ষে নামার আগেই সুখবর দিলো কলকাতা নাইট রাইডার্স। জাতীয় দলের সাথে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ফর্ম্যাটের সিরিজ খেলে অবশেষে নাইট শিবিরে যোগ দিতে চলেছেন লিটন দাস। কেকেআরের তরফ থেকে এবিষয়ে নিশ্চিত করা হয়েছে।
নাইটদের তরফ থেকে জানানো হয়েছে, আগামীকাল (রবিবার) সরাসরি কলকাতায় নাইট শিবিরে যোগ দেবেন লিটন। আগামীকাল গুজরাটের বিপক্ষে পাওয়া যাবে না তাঁকে। ১৪ এপ্রিল ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচ থেকে উপলব্ধ হবেন তিনি।
এই প্রথমবার আইপিএলে সুযোগ পেয়েছেন লিটন দাস। বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান চলতি আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। তিনিও অংশ ছিলেন নাইট রাইডার্সের। কিন্তু আইপিএলের মঞ্চে নিজেকে মেলে ধরার এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করতে চাননি লিটন। তাই সাকিবের রাস্তা না বেছে নিয়ে আয়ারল্যান্ড সিরিজের পর আইপিএল খেলতে আসছেন তিনি।
সাকিবের জায়গায় কলকাতা দলে এসেছেন ইংলিশ মারকুটে ওপেনার জেসন রয়। আজকেই জানা গিয়েছে আমেদাবাদে পা রেখেছেন রয়। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকালই দেখা যেতে পারে তাঁকে। রয়ের পর লিটন ফেরায় দলের শক্তি অনেকটাই বাড়বে, সে বিষয়ে সন্দেহ নেই।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন