প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে আইপিএলের মঞ্চে বড় কীর্তি অর্জন করলেন বিরাট কোহলি। রবিবার মুম্বইয়ের বিপক্ষে দুর্দান্ত জয় তুলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। রান তাড়া করতে নেমে ৪৯ বলে অপরাজিত ৮২ রানের এক দুর্দান্ত ইনিংস খেলেন বিরাট। এই ইনিংস খেলার সাথে সাথেই প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে আইপিএলে পঞ্চাশ বার ৫০-এর বেশি রান করার নজির গড়লেন কোহলি।
আইপিএলে সবচেয়ে বেশিবার পঞ্চাশের বেশি রান করেছেন একজন বিদেশী - দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। এখনও পর্যন্ত মোট ৬০ বার পঞ্চাশের অধিক রানের ইনিংস খেলেছেন তিনি। তাঁর দখলে রয়েছে ৫৬ টি অর্ধশতরান এবং ৪ টি শতরান। বিরাট এই তালিকায় দ্বিতীয় স্থানে। বিরাটের রয়েছে ৪৫ টি অর্ধশতরান এবং ৫ টি শতরান। তৃতীয় স্থানে রয়েছেন পাঞ্জাব কিংসের অধিনায়ক শিখর ধাওয়ান। শিখর ৪৯-বার পঞ্চাশের বেশি রান করেছেন। তাঁর নামের পাশে রয়েছে ৪৭ টি হাফ-সেঞ্চুরি এবং দুটি সেঞ্চুরি।
গতকাল ব্যাটিং ব্যর্থতার মধ্যে তিলক ভার্মার হাত ধরে লড়াইয়ের জায়গায় গিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। ৯ টি বাউন্ডারি এবং ৪ টি ওভার বাউন্ডারির মাধ্যমে ৪৬ বলে ৮৪ রান করেন তিলক। অন্য কোনো মুম্বই ব্যাটরকে এদিন ছন্দে দেখা যায়নি। সবমিলিয়ে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭১ রান তোলে মুম্বই।
১৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বিরাট কোহলিকে সঙ্গে নিয়ে অধিনায়কোচিত ইনিংস খেলেন প্রোটিয়া তারকা ফাফ ডু প্লেসি। বিরাট - ডু প্লেসি জুটি প্রথম উইকেটে তোলেন ১৪৮ রান। ৫ টি বাউন্ডারি এবং ৬ টি বিশাল ওভার বাউন্ডারির মাধ্যমে ৪৩ বলে ৭৩ রান করেন আরসিবি অধিনায়ক। ডু প্লেসি আউট হয়ে ফিরে গেলেও শেষ পর্যন্ত ছিলেন বিরাট। ৪৯ বলে ৮২ রান করে অপরাজিত থাকেন তিনি। ২২ বল হাতে রেখেই ৮ উইকেটে জয় ছিনিয়ে নেয় আরসিবি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন