আইপিএলের মাঝপথে বড় ধাক্কা খেলো সানরাইজার্স হায়দরাবাদ। চোটের কারণে বাকি টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন দলের তারকা অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। বৃহস্পতিবার হায়দরাবাদের তরফ থেকে এবিষয়ে নিশ্চিত করা হয়েছে। সুন্দরের বদলি হিসেবে এখনও কোনো ক্রিকেটারের নাম ঘোষণা করেনি এইডেন মার্করামের দল।
বৃহস্পতিবার সানরাইজার্স হায়দরাবাদ ট্যুইট করে জানায়, "হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে ২০২৩ সালের আইপিএল থেকে ছিটকে গেলেন ওয়াশিংটন সুন্দর। দ্রুত সুস্থ হয়ে ওঠো, ওয়াশি।"
ওয়াশিংটনের ছিটকে যাওয়া সানরাইজার্সের পক্ষে যে এক বড় মাপের ধাক্কা তা আর বলার অপেক্ষা রাখে না। ২০২২ সালের নিলামে তাঁকে ৮.২৫ কোটি টাকায় দলে নিয়েছিল সানরাইজার্স। শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে দুর্দান্ত পারফর্ম্যান্স করেছিলেন সুন্দর। চার ওভারে ২৮ রান দিয়ে তুলে নিয়েছিলেন তিনটি উইকেট। সেই ম্যাচের পরই এল ছিটকে যাওয়ার খবর। কতদিন তাঁকে মাঠের বাইরে থাকতে হবে তা জানা যায়নি। তবে বিশ্বকাপে খেলার দৌড়ে ওয়াশিংটন যে বড় ধাক্কা খেলেন তা আর বলার অপেক্ষা রাখে না।
চলতি আইপিএলে পয়েন্ট তালিকার নবম স্থানে রয়েছে হায়দরাবাদ। ৭ ম্যাচে মাত্র দুটিতে জয় পেয়েছেন এইডেন মার্করামরা। হায়দরাবাদের নীচে রয়েছে কেবল দিল্লি ক্যাপিটালস। দিল্লিও ৭ ম্যাচের মধ্যে জয় পেয়েছে দুটিতে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন