IPL 2023: শন মার্শকে পেছনে ফেলে আইপিএলের মঞ্চে বড় নজির যশস্বী জয়সওয়ালের

এতদিন পর্যন্ত আনক্যাপড ক্রিকেটার হিসেবে আইপিএলের এক মরশুমে সবচেয়ে বেশি রান করার রেকর্ড ছিল শন মার্শের দখলে।
যশস্বী জয়সওয়াল
যশস্বী জয়সওয়ালছবি - রাজস্থান রয়্যালসের ফেসবুক পেজ
Published on

আইপিএলের মঞ্চে বড় নজির গড়লেন যশস্বী জয়সওয়াল। শুক্রবার পাঞ্জাব কিংসের বিপক্ষে হাফ সেঞ্চুরি করেন জয়সওয়াল। এই ইনিংসের সৌজন্যেই আইপিএল ইতিহাসে 'আনক্যাপড' ব্যাটার হিসাবে এক মরশুমে সর্বোচ্চ রানের নজির গড়ে ফেললেন রাজস্থান রয়্যালসের এই তরুণ ওপেনার।

এতদিন পর্যন্ত আনক্যাপড ক্রিকেটার হিসেবে আইপিএলের এক মরশুমে সবচেয়ে বেশি রান করার রেকর্ড ছিল শন মার্শের দখলে। অস্ট্রেলিয়ার জাতীয় দলের হয়ে অভিষেক ঘটানোর আগে শন মার্শ আইপিএলের ২০০৮ মরশুমে ১১ ম্যাচে ৬১৬ রান করেছিলেন। যশস্বী এবারের গ্রুপ পর্ব শেষ করলেন ১৪ ম্যাচে ৬২৫ রান করে। গ্রুপ পর্বে একটি শতরান এবং পাঁচটি অর্ধশতরান করেছেন যশস্বী। বাউন্ডারি মেরেছেন সবচেয়ে বেশি (৮২টি) এবং ওভার বাউন্ডারি মেরেছেন ২৬টি।

এই আইপিএলে ১৬৩.৬১ স্ট্রাইক রেটে ৪৮.০৭ গড়ে রান করেছেন যশস্বী। আইপিএলের ইতিহাসে এক মরশুমে অন্তত ৬০০ রান করা ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ স্ট্রাইক রেট ছিল ক্রিস গেইলের। ২০১১ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে ১৮৩.১৩ স্ট্রাইক রেটে ৬০৮ রান করেছিলেন গেইল। এর পরেই রয়েছেন ঋষভ পান্ত। ২০১৮ সালে দিল্লি ক্যাপিটালসের হয়ে ১৭৩.৬ স্ট্রাইক রেটে ৬৮৪ রান করেছিলেন ঋষভ। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন এবি ডিভিলিয়ার্স। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে ১৬৮.৮ স্ট্রাইক রেটে ২০১৬ সালে ৬৮৭ রান করেছিলেন ডিভিলিয়ার্স।

গতকাল, পাঞ্জাবের বিপক্ষে ম্যাচ জিতে নিজেদের প্লে অফের দৌড়ে আপাতত টিকিয়ে রেখেছে রাজস্থান রয়্যালস। পাঞ্জাবের দেওয়া ১৮৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪ উইকেটে জয় পায় সঞ্জু স্যামসনের দল। রাজস্থানের হয়ে এই ম্যাচে হাফ-সেঞ্চুরি করেন যশস্বী জয়সওয়াল এবং দেবদূত পাডিক্কেল। এছাড়াও ২৮ বলে ৪৬ রানের মূল্যবান ইনিংস খেলেন শিমরন হেটমায়ার।

যশস্বী জয়সওয়াল
IPL 2023: এক মরশুমে পাঁচ বার ডাক আউট! আইপিএলে বেনজির দৃষ্টান্ত জস বাটলারের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in