ডেভিস কাপ থেকে অবসর নিতে চলেছেন তারকা টেনিস প্লেয়ার রোহন বোপান্না। রবিবার শেষ ম্যাচ খেলবেন তিনি। তার আগে ডেভিস কাপ নিয়ে বর্তমান প্রজন্মের তারকাদের মধ্যে আগ্রহ কমে যাওয়া নিয়েও হতাশা প্রকাশ করেছেন বোপান্না।
বয়স যে কেবল একটা সংখ্যা মাত্র তা তিনি প্রমাণ করেছেন সম্প্রতি ইউএস ওপেনের ডাবলসের ফাইনালে উঠে। সেই তারকা এবার হতাশা প্রকাশ করলেন ডেভিস কাপ নিয়ে। এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে তিনি জানান, "এখন এই টুর্নামেন্ট শুধু আসো, খেলো এবং চলে যাও এই ধরণের হয়ে গেছে। একটা দলগত পরিবেশ ছিল। যা গত কয়েক বছরে হারিয়ে গেছে। আমাদের আগের পরিবেশ ফিরে পাওয়া দরকার"।
তিনি আরও বলেন, "ডেভিস কাপের মানে হলো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, একসাথে থাকা এবং একসাথে সময় কাটানো। যার অভাব বর্তমানে চোখে পড়ছে। সফল দল পাওয়ার জন্য আমাদের আগের পরিবেশ ফিরিয়ে আনতেই হবে"।
পাশাপাশি তিনি বলেন, "এই টুর্নামেন্টের গুরুত্ব হারিয়ে যাওয়ার পেছনে নির্দিষ্ট কোনো কারণ জানা নেই। তবে অনেকে শুধুমাত্র নিজেদের নিয়ে ভাবছে। সকলেই এটিপি নিয়ে চিন্তিত। কিন্তু ডেভিস কাপ আর এটিপি ট্যুর সম্পূর্ণ আলাদা। ডেভিস কাপ প্রমাণ করে দেয় যে বিশ্বর্যাঙ্কিং বলে কিছু হয় না। এখানে দুর্বল প্রতিপক্ষের কাছেও শক্তিশালী দল হেরে যায়"।
উল্লেখ্য, ৪৩ বছরের বোপান্না ডেভিস কাপে 'ওয়ার্ল্ড গ্রুপ টু'তে রয়েছেন। শনি ও রবিবার মরক্কোর বিরুদ্ধে টাই রয়েছে তাঁদের। তিনি ছাড়াও দলে রয়েছেন সুমিত নাগাল, শশী কুমার মুকুন্দ এবং দিগ্বিজয় প্রতাপ সিংহ। ২০০২ সালে ডেভিস কাপে অভিষেক হয়েছিল বোপান্নার। রবিবার শেষ ম্যাচ খেলবেন তিনি। ডবলসে তাঁর সঙ্গী হলেন যুকি ভামব্রি। শেষ ম্যাচে হাসি মুখে বিদায় নেন কিনা সেটাই এখন দেখার।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন