Tennis: জিল টিখম্যানের কাছে অপ্রত্যাশিত হার নাওমি ওসাকার

ওয়েস্টার্ন অ্যান্ড সাদার্ণ ওপেন টেনিস টুর্নামেন্টের ম্যাচে বৃহস্পতিবার রাতে জিলের কাছে ৩-৬, ৬-৩, ৬-৩ এ পরাজিত হন গতবারের চ্যাম্পিয়ন নাওমি ওসাকা।
নাওমি ওসাকা
নাওমি ওসাকাফাইল ছবি নাওমি ওসাকার ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে
Published on

বিশ্ব র‍্যাঙ্কিং-এ ৭৬তম স্থানে থাকা সুইজারল্যান্ডের জিল টিখম্যানের কাছে অপ্রত্যাশিত পরাজয় বিশ্ব র‍্যাঙ্কিং-এ দ্বিতীয় স্থানে থাকা আমেরিকার নাওমি ওসাকার। ওয়েস্টার্ন অ্যান্ড সাদার্ণ ওপেন টেনিস টুর্নামেন্টের ম্যাচে বৃহস্পতিবার রাতে জিলের কাছে ৩-৬, ৬-৩, ৬-৩ এ পরাজিত হন গতবারের চ্যাম্পিয়ন নাওমি ওসাকা। প্রথম সেটে ৬-৩-এ জয়লাভ করলেও শেষ দুই সেটে ওসাকাকে দাঁড়াতে দেননি জিল।

ওসাকার বিরুদ্ধে ম্যাচ জয়ের পর জিল জানান – আমি জানতাম ওসাকা খুবই কঠিন প্রতিদ্বন্দ্বী। একজন গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন। আমি এই ম্যাচে আন্ডারডগ ছিলাম। তাই আমার পরিকল্পনা ছিলো নিজের খেলা খেলে যাওয়া।

ম্যাচের শেষে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, আমি খুব খারাপ শুরু করেছিলাম। আমার সার্ভিস ভালো হয়নি। আমি একাধিক ‘আনফোরসড এরর’ করেছি। তবুও প্রথম সেটের পর আমি ম্যাচে ফিরে এসেছি। আমি মনে করিনা ও আমার থেকে খুব ভালো খেলোয়াড়।

উল্লেখ্য, হার্ড কোর্টে এটাই জিলের প্রথম বড়ো জয় এবং টেনিস জীবনে তৃতীয় বড়ো জয়। এর আগে তিনি কিকি বারটেন্সকে হারিয়ে ২০১৯ সালে পালেরমো খেতাব জিতেছিলেন। এই বছরেই মাদ্রিদে হারিয়েছিলেন এলিনা স্টিটোলিনাকে।

- with inputs from IANS

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in