আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য নাশকতার ছক কষা হচ্ছে! ম্যাচ চলাকালীন সন্ত্রাসবাদী হামলাও হতে পারে। এমনটাই আশঙ্কা প্রকাশ করেছেন ত্রিনিদাদের প্রধানমন্ত্রী কিথ রাউলি। যদিও সমস্ত দেশকে তিনি আশ্বাস দিয়েছেন যে অতিথি দেশগুলির কোনো সমস্যা হবে না। সমস্ত নিরাপত্তার দায়িত্ব তাঁদের।
২ জুন থেকে শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ। আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজ যৌথভাবে আয়োজন করছে ২০২৪-এর টি-২০ বিশ্বকাপ। ২০টি দেশ খেলবে এবারের বিশ্বকাপ। এরই মধ্যে বিশ্বকাপে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
কিথ রাউলি বলেন, একবিংশ শতাব্দীতে এসেও যদি সন্ত্রাসবাদী হামলার হুমকি পাওয়া যায় তাহলে তা সত্যিই দুর্ভাগ্যজনক। এটা আমাদের এবং আমাদের দেশে আসা সমস্ত দেশ ও তাদের সমর্থকদের জন্য ক্ষতিকর। কিন্তু আমরা নিরাপত্তার বিষয়ে কোনো ঝুঁকি নেবো না। বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।
তিনি আরও জানান, এই হুমকির কারণে দেশজুড়ে নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। সমস্ত আঞ্চলিক স্তরে প্রশাসনকে সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে। গোয়েন্দা এবং অন্যান্য নিরাপত্তা শাখাগুলিকে সক্রিয় ভূমিকা পালনের জন্য বলা হয়েছে। স্টেডিয়ামে আগত সমস্ত দর্শকদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের।
তবে কোন সংগঠনের পক্ষ থেকে সন্ত্রাসবাদী হামলার হুমকি দেওয়া হয়েছে তা জানাননি রাউলি। যদিও নিরাপত্তা নিশ্চিত করতে তিনি যে একশো শতাংশ বদ্ধপরিকর তা তাঁর কথাতেই বোঝা যায়।
অন্যদিকে ক্রিকবাজের এক প্রতিবেদনে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সিইও জনি গ্রেভস বলেন, 'আমরা আইসিসির সাথে প্রতিনিয়ত যোগাযোগ রাখছি। যে সমস্ত মাঠে বিশ্বকাপের ম্যাচ হবে সেখানে এবং প্রতিটি টিম যে হোটেলে থাকবে তার নিরাপত্তা সুনিশ্চিত করার দায়িত্ব আমাদের। কারুর কোনো সমস্যা হবে না। কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকবে'।
উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজে বিশ্বকাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে অ্যান্টিগুয়া ও বারবুডা, বার্বাডোজ, গুয়ানা, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট এবং গ্রেনাডা। ত্রিনিদাদ ও টোবাগোতেও হবে ম্যাচ। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা, নিউ ইয়র্ক ও টেক্সাসে একাধিক ম্যাচ হবে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন