শুক্রবার থেকে সল্টলেকের সাই তে শুরু হবে ১২৫তম ঐতিহ্যবাহী বেটন কাপ হকি টুর্নামেন্ট। ফাইনাল হবে ২৮ তারিখ। এই টুর্নামেন্ট পরিচালনা করছে হকি বেঙ্গল। বাইরের ১৪টি এবং কলকাতার ৬টি দল এবার এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে।
টুর্নামেন্টকে কেন্দ্র করে হকি বেঙ্গল তাঁবুতে আয়োজিত হলো এক সাংবাদিক সম্মেলন। প্রাক্তন অলিম্পিয়ান গুরবক্স সিং, পেজ, নুমি মেহতা, প্রাচী মেহতা, সভাপতি স্বপন ব্যানার্জি সহ বহু বিশিষ্ট মানুষ উপস্থিত ছিলেন। তাঁরাই উন্মোচন করলেন এবারের বেটন কাপ। অতিথিরা তাঁদের সংক্ষিপ্ত ভাষণের মাধ্যমে টুর্নামেন্টের গুরুত্বের কথা তুলে ধরেন।সবাই বেশ আশাবাদী যে এবারের টুর্নামেন্ট রীতিমতো জমে উঠবে।
বেঙ্গল হকির সভাপতি স্বপন ব্যানার্জি জানান, 'আমাদের বাংলা হকি উন্নত হচ্ছে। আমরা ইস্টবেঙ্গল, মোহনবাগান ক্লাবের মতো টেন্ট বানিয়েছি। আমাদের অ্যাস্ট্রোটাফও তৈরী হচ্ছে। খুব তাড়াতাড়ি প্রকাশ্যে আসবে। ৭ ফেব্রুয়ারি ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস সেটা পর্যবেক্ষণ করবেন।'
ইস্টবেঙ্গল আর মোহনবাগানের মতো দল নেই কেনো? স্বপন ব্যানার্জি আবার মোহনবাগান ফুটবল সচিব। তিনি বলেন, "মোহনবাগান কলকাতা হকি লিগে প্রথমবার নেমে চ্যাম্পিয়ন হয়েছে। ইস্টবেঙ্গলও খেলছে। সব ছোট দলেরাও আসছে আর কী চাই?"
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন