ঢাকে কাঠি পড়ে গেলো ডুরান্ড কাপের। শুক্রবার দিল্লিতে ১৩২তম ডুরান্ড কাপের ট্রফি ট্যুরের ফ্ল্যাগ অফ হল।
দিল্লি ক্যান্টনমেন্টে ফ্ল্যাগ অফ করেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে। এছাড়াও ছিলেন আর্মি স্টাফের প্রধান জেনারেল মনোজ পাণ্ডে, এয়ার স্টাফের প্রধান ভিআর চৌধুরী সহ বাকিরা।
আগামী এক মাস ডুরান্ড কাপের তিনটে ট্রফি ভারতের বিভিন্ন শহরে ঘুরবে। এবারের টুর্নামেন্টে মোট ২৪টি দল অংশ নেবে। তারমধ্যে রয়েছে নেপাল, ভুটান এবং বাংলাদেশের দলও। দীর্ঘ ২৭ বছর পর ডুরান্ড কাপে অংশ নেবে বিদেশি দল। ৩ অগাস্ট থেকে ৩ সেপ্টেম্বর চলবে ডুরান্ড কাপ। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে কলকাতার যুবভারতীতে।
মোট ছ’টি জায়গায় এবারের ডুরান্ড কাপ খেলা হবে। ছ’টির মধ্যে তিনটি জায়গা হল বাংলার। তাছাড়া গুয়াহাটি, কোকরাঝাড় এবং শিলংয়ে হবে ডুরান্ড কাপের বেশকিছু ম্যাচ। কলকাতার যুবভারতী ছাড়াও কিশোর ভারতী স্টেডিয়ামে ডুরান্ত কাপের একাধিক ম্যাচের আয়োজন করা হবে। তৃতীয় কেন্দ্রের জন্য আয়োজকরা এখনও চিন্তাভাবনা করছেন।
সূত্রের খবর হয় মোহনবাগান মাঠ নয়তো নৈহাটি স্টেডিয়ামকে আরও একটি ভেন্যু হিসাবে ব্যাবহার করা হতে পারে। নতুন দু’টি ভেন্যু হিসেবে কোকরাঝাড় ও শিলংয়ে এবার ডুরান্ড কাপের খেলা হবে। লাজং এফসি প্রথম বার ডুরান্ড কাপে নামবে। গতবছর ইম্ফল ডুরান্ড কাপের অন্যতম ভেন্যু ছিল। ডুরান্ড কাপে জুনিয়র দলই নামাবে ইস্টবেঙ্গল ও মোহনবাগান।
উল্লেখ্য, গতবারের ফাইনালে মুখোমুখি হয়েছিল বেঙ্গালুরু এফসি এবং মুম্বই সিটি এফসি। চ্যাম্পিয়ন হয় বেঙ্গালুরু।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন