ওমিক্রনের আশঙ্কা এবং তার জেরে কঠিন বিধিনিষেধের কারণে পার্থ থেকে সরানো হলো অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ডের অ্যাসেজ সিরিজের পঞ্চম টেস্ট। আগামী ৮ ডিসেম্বর অর্থাৎ বুধবার থেকে পর্দা উঠছে ঐতিহাসিক অ্যাসেজ সিরিজের। চিরপ্রতীদ্বন্দ্বী দুই দল ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া মুখোমুখি হচ্ছে পাঁচ টেস্টের সিরিজে। পঞ্চম তথা শেষ টেস্ট পশ্চিম অস্ট্রেলিয়ার নতুন স্টেডিয়াম পার্থে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা আর হচ্ছে না বলে জানিয়ে দিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার চিফ এক্সিকিউটিভ নিক হকলি।
হকলি বলেন, "সাম্প্রতিক কয়েক মাসে পশ্চিম অস্ট্রেলিয়ার সরকার, সকল এজেন্সি এবং পার্থ স্টেডিয়াম কর্তৃপক্ষের প্রচেষ্টাকে আমরা কুর্নিশ জানাচ্ছি। তবে খুবই হতাশ হয়ে জানাতে হচ্ছে যে পার্থে পঞ্চম টেস্ট আয়োজন করা সম্ভব হচ্ছে না। পশ্চিম অস্ট্রেলিয়া সরকার এবং ক্রিকেট বোর্ডের সঙ্গে যৌথ প্রচেষ্টায় বর্তমানে এই বিধিনিষেধের মধ্যে আমরা নিজেদের তরফে সবরকম চেষ্টা করেছি। তবে দুর্ভাগ্যবশত তা সত্ত্বেও সফল হতে পারিনি।"
অস্ট্রেলিয়ার পার্থে কোভিড রুখতে নয়া বিধিতে ১৪দিনের নিভৃতাবাস বাধ্যতমূলক করা হয়েছে। যার ফলে সূচী অনুযায়ী টেস্ট আয়োজন সম্ভব হবে না। পাশাপাশি আবহাওয়ার পরিস্থিতিও খুব একটা ভালো থাকবে না। তাই কোনোরকম ঝুঁকি না নিয়েই পশ্চিম অস্ট্রেলিয়ার নতুন স্টেডিয়াম থেকে টেস্ট সরিয়ে নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে পঞ্চম টেস্ট পার্থের পরিবর্তে কোথায় অনুষ্ঠিত হবে সে বিষয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি।
আগামী ৮ ডিসেম্বর ব্রিসবেনের গাব্বায় প্রথম টেস্টের পর্দা উঠবে। ১৬ ডিসেম্বর থেকে অ্যাডিলেড ওভালে শুরু হবে দ্বিতীয় টেস্ট। সিরিজের তৃতীয় টেস্ট বক্সিং ডে'তে মেলবোর্নে খেলা হবে এবং চতুর্থ টেস্ট সিডনিতে নতুন বছরে ৫ জানুয়ারি থেকে শুরু হবে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন