অস্ট্রেলিয়ার ৪৭ তম টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স তাঁর যাত্রা শুরু করলেন অনবদ্য এক জয়ের মাধ্যমে। ঐতিহাসিক অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে ইংল্যান্ডকে নাস্তানাবুদ করে ৪ দিনের মাথায় দুরন্ত জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। ৫ ম্যাচের সিরিজে ব্রিসবেনের গাব্বায় ১-০ লীডে এগিয়ে গেলেন কামিন্স ব্রিগেড।
তৃতীয় দিনের শেষে রুট এবং ডেভিড মালান জুটি ইংল্যান্ডকে ভরসা জোগালেও চতুর্থ দিনের শুরু থেকেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে ব্রিটিশ বাহিনী। গতকাল ৮৬ রানে অপরাজিত ছিলেন রুট এবং ৮০ রানে অপরাজিত ছিলেন ডেভিড মালান। সেখান থেকে চতুর্থ দিনে ৮২ রানে আউট হয়ে ফিরে যান মালান। নাথান লিওন মালানকে ফিরিয়ে তাঁর টেস্ট কেরিয়ারের ৪০০ তম উইকেটটি তুলে নেন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে ১৭ তম বোলার হিসেবে ৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন নাথান।
মালান ফিরে যাওয়ার পর একে একে ইংল্যান্ডের মিডল অর্ডারে ধস নামে। রুট ফিরে যান ৮৯ রান করে। ওলি পোপ (৪),বেন স্টোকস (১৪), জস বাটলাররা দাঁড়াতেই পারেননি (২৩)। সবমিলিয়ে চতুর্থ দিনের প্রথম সেশনেই ২৯৭ রানেই শেষ হয় ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে।
অস্ট্রেলিয়ার টেস্ট জয়ের জন্য প্রয়োজন ছিলো মাত্র ২০ রানের। অ্যালেক্স ক্যারি ৯ রানে আউট হয়ে ফিরে এলেও মার্কাস হ্যারিস (৯*) অপরাজিত থেকে সহজেই জয় এনে দেন। প্রথম ইনিংসে ১৫২ রানের দুরন্ত ইনিংস খেলা ট্রাভিস হেড ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। দুই ইনিংসে ৭ উইকেট নিয়ে গাব্বায় রং ছড়ালেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। বড় পরীক্ষা ছিলো কামিন্সের সামনে। তবে সে পরীক্ষায় সফলভাবেই উর্ত্তীর্ণ হলেন ফাস্ট বোলার অধিনায়ক।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন