ধরে নেওয়া যেতে পারে অস্ট্রেলিয়ার অ্যাসেজ জয় একপ্রকার সময়ের অপেক্ষা। মেলবোর্নে দ্বিতীয় দিনের শেষ বেলায় ইংল্যান্ডের টপ অর্ডারকে গুঁড়িয়ে দিয়েছেন মিচেল স্টার্ক ও স্কট বোল্যান্ড। প্রথম ইনিংসে ১৮৫ রানে অল আউট হয়ে যাওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৩১ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছে ব্রিটিশরা। ইংল্যান্ডের ভরসা বলতে একমাত্র জো রুট। দ্বিতীয় দিনের শেষে ১২* রানে অপরাজিত রয়েছেন তিনি। রুটের সঙ্গী হিসেবে রয়েছেন বেন স্টোকস (২*)।
মেলবোর্নে বক্সিং ডে টেস্টের প্রথম দিনে ইংল্যান্ডকে ১৮৫ রানেই অল আউট করেন প্যাট কামিন্সরা। জবাবে ব্যাট করতে নেমে প্রথম দিনের শেষে ১ উইকেট হারিয়ে ৬১ রান সংগ্রহ করেছিলো অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়া তাদের রান এগিয়ে নিয়ে যান ২৬৭ টি'তে। রুটদের সামনে প্রথম ইনিংসে ৮২ রানের লীড রাখে অজিরা।
গতকাল ৩৮ রান করে ফিরে গিয়েছিলেন ডেভিড ওয়ার্নার। ক্রিজে ছিলেন মার্কাস হ্যারিস। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৭৬ রানের ইনিংস খেলেছেন হ্যারিসই। এছাড়া অন্য কোনো অজি ব্যাটার বিশেষ দাপট দেখাতে পারেননি। মিচেল স্টার্ক উল্লেখযোগ্য ২৪ রান করেন। স্টিভ স্মিথ আউট হন ১৬ রানে, লাবুশানে করেন ১ রান, ট্রাভিস হেড ২৭ রান করেন, অধিনায়ক কামিন্সের ব্যাটে আসে ২১ রান।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই এদিন ভরাডুবির মধ্যে পড়ে ইংল্যান্ড। জ্যাক ক্রলেইকে ব্যক্তিগত ৫ রানেই প্যাভিলিয়নের রাস্তা দেখান মিচেল স্টার্ক। তিন নম্বরে ব্যাট করতে নামা ডেভিড মালানকে রানের খাতা না খুলতে দিয়েই ফিরিয়ে দেন স্টার্ক। শুরুতেই জোড়া ধাক্কা খায় রুট বাহিনী। এর কিছুক্ষণ বাদেই টপ অর্ডারকে একেবারেই গুঁড়িয়ে দেন বোল্যান্ড। ওপেনার হাসিব হামিদকে ব্যক্তিগত ৭ রানে এবং জ্যাক লিচকে রানের খাতা না খুলতে দিয়েই প্যাভিলিয়নের রাস্তা দেখান। দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের স্কোর ৪ উইকেট হারিয়ে ৩১ রান।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন