The Ashes: সিডনি টেস্টের দল ঘোষণা, ফিরলেন উসমান খোয়াজা, স্টুয়ার্ট ব্রড

অস্ট্রেলিয়া দলে ফিরছেন উসমান খোয়াজা। ট্রাভিস হেড করোনা আক্রান্ত হওয়ায় তাঁর পরিবর্তে খোয়াজাকে নেওয়া হয়েছে। অন্যদিকে হেজেলউড সুস্থ না হওয়ায় সিডনি টেস্টেও বোল্যান্ডই থাকছেন।
পাঁচ টেস্টের প্রথম তিন টেস্ট জিতে ইতিমধ্যেই ঐতিহাসিক সিরিজ রিটেন করেছে অস্ট্রেলিয়া
পাঁচ টেস্টের প্রথম তিন টেস্ট জিতে ইতিমধ্যেই ঐতিহাসিক সিরিজ রিটেন করেছে অস্ট্রেলিয়াফাইল ছবি সংগৃহীত
Published on

পাঁচ টেস্টের অ্যাশেজ সিরিজের প্রথম তিন টেস্ট জিতে ইতিমধ্যেই ঐতিহাসিক সিরিজ রিটেন করেছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের সামনে এখন হোয়াইট ওয়াশ না হয়ে সম্মান বাঁচানোর লড়াই। ৫ জানুয়ারি অর্থাৎ আগামীকাল থেকে শুরু হচ্ছে অ্যাশেজের চতুর্থ টেস্ট। সিডনি টেস্টের একদিন আগেই প্রথম একাদশ ঘোষণা করেছে দুই দলই।

সিডনিতে অস্ট্রেলিয়া দলে ফিরছেন উসমান খোয়াজা। ট্রাভিস হেড করোনা আক্রান্ত হওয়ায় তাঁর পরিবর্তে খোয়াজাকে নেওয়া হয়েছে। চোটের কারণে মেলবোর্নে বক্সিং ডে টেস্ট খেলেননি জস হেজেলউড। তবে হেজেলউডের পরিবর্তে অভিষেক ঘটিয়ে ঐতিহাসিক প্রদর্শন করেছেন স্কট বোল্যান্ড। হেজেলউড সুস্থ না হওয়ায় সিডনি টেস্টেও বোল্যান্ডই থাকছেন।

অন্যদিকে, টানা তিন টেস্টে দুরমুশ হয়ে যাওয়া ইংল্যান্ড দলে এসেছেন স্টুয়ার্ট ব্রড। ওলি রবিনসনের কাঁধে হালকা চোট থাকায় ব্রডকে ফিরিয়েছেন ইংল্যান্ডের অন্তর্বর্তীকালীন কোচ গ্রাহাম থর্প। তবে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়া ইংল্যান্ড দল কোনো ব্যাটার পরিবর্তন করেনি।

অস্ট্রেলিয়ার একাদশ: ডেভিড ওয়ার্নার, মার্কাস হ্যারিস, মার্নাস ল্যাবুশেন, স্টিভ স্মিথ, উসমান খোয়াজা, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স কেরি, প্যাট কামিন্স(অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লিয়ন, স্কট বোল্যান্ড

ইংল্যান্ডের একাদশ: হাসিব হামিদ, জ্যাক ক্রলি, ডেভিড মালান, জো রুট(অধিনায়ক), বেন স্টোকস, জনি বেয়ারস্টো, জস বাটলার, মার্ক উড, জ্যাক লিচ, স্টুয়ার্ট ব্রড, জিমি অ্যান্ডারসন

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in