অ্যাডিলেডে অ্যাসেজ সিরিজের দ্বিতীয় টেস্ট তথা টুর্নামেন্টের প্রথম দিন-রাত্রির টেস্টে দুরন্ত শুরু অস্ট্রেলিয়ার। প্রথম দিনের শেষে ২ উইকেট হারিয়ে ২২১ রান সংগ্রহ করেছে অজিরা। ব্যাট হাতে অনবদ্য ইনিংস খেলেছেন ডেভিড ওয়ার্নার(৯৫), শতরানের দোরগোড়ায় মার্নাস লাবুশানে(৯৫*)। রুট বাহিনীর একাধিক ফিল্ডিং মিসের সুযোগ নিয়ে প্রথম দিনের শেষে চালকের আসনে স্টিভ স্মিথরা।
অ্যাডিলেডে এই ম্যাচে অজি দলের অধিনায়কত্ব সামলান স্টিভ স্মিথ। জস হেজেলউড চোটের কারণে ছিটকে যাওয়ায় দলে এসেছেন ঝে রিচার্ডসন। তবে করোনাবিধির জেরে অ্যাডিলেড টেস্ট থেকে ছিটকে গিয়েছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। স্টিভ স্মিথ এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। শুরুতেই এদিন প্রথম উইকেট খুইয়ে ফেলে অস্ট্রেলিয়া। দলগত স্কোর ৪ রানে স্টুয়ার্ট ব্রডের শিকার হয়ে প্যাভিলিয়নের রাস্তা দেখেন মার্কাস হ্যারিস (৩)।
শুরুতে উইকেট খোয়ালেও ডেভিড ওয়ার্নার এবং মার্নাস লাবুশানে জুটি অস্ট্রেলিয়াকে বড় রানের দিকে এগিয়ে নিয়ে যান। দ্বিতীয় উইকেটে এই জুটি যোগ করেন ১৭২ রান। ডেভিড ওয়ার্নার ৯৫ রানের এক অনবদ্য ইনিংস খেলেন। তবে নার্ভাস নাইনটিনের শিকার হয়ে শতরান হাতছাড়া করেন এই অজি ওপেনার। ওয়ার্নারকে ফেরান বেন স্টোকস। ওয়ার্নার ফিরে গেলেও বাইশ গজে দাঁড়িয়ে আছেন মার্নাস লাবুশানে। ২৭৫ বলে ৯৫* রানে অপরাজিত রয়েছেন তিনি। স্টিভ স্মিথ অপরাজিত রয়েছেন ১৮* রানে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন