BCCI: বিশ্বচ্যাম্পিয়নদের জন্য ১২৫ কোটি দিয়েছে বোর্ড, কে কত টাকা পাবেন জানেন?

Peoples Reporter: ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড় সহ ব্যাটিং কোচ বিক্রম রাঠোর, ফিল্ডিং কোচ টি দিলীপ এবং বোলিং কোচ পারাস মামব্রে পাবেন ২.৫ কোটি টাকা করে।
ভারতীয় ক্রিকেট দলের জন্য ১২৫ কোটি টাকা আর্থিক পুরস্কার বোর্ডের
ভারতীয় ক্রিকেট দলের জন্য ১২৫ কোটি টাকা আর্থিক পুরস্কার বোর্ডেরছবি - বিসিসিআই-র এক্স হ্যান্ডেল
Published on

২০০৭ সালের পর টি-২০ বিশ্বকাপ জিতেছে ভারত। এখনও দেশের বিভিন্ন প্রান্তে সেই আনন্দেই পালিত হচ্ছে একাধিক অনুষ্ঠান। কিছুদিন আগেই ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতীয় দলকে পুরস্কার হিসেবে ১২৫ কোটি টাকা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। কারা কত টাকা করে পাবে দেখে নিন -

বিশ্বচ্যাম্পিয়ন হয়ে বিপুল পরিমাণ অঙ্কের আর্থিক পুরস্কার পেয়েছেন রোহিত শর্মারা। মোট ৪২ সদস্যদের মধ্যে ওই অর্থ ভাগ করে দেওয়া হবে। সকলের মনেই প্রশ্ন ছিল যে কে কত কোটি টাকা করে পাবেন। ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদন অনুযায়ী, রোহিত শর্মা, বিরাট কোহলি সহ ভারতীয় দলের বিশ্বকাপ স্কোয়াডে থাকা ১৫ জন পাবেন ৫ কোটি টাকা করে। এমনকি সঞ্জু স্যামসন, যুজবেন্দ্র চাহাল এবং যশস্বী জয়সওয়াল একটিও ম্যাচ না খেলেই এই অর্থ পাবেন (যেহেতু ১৫ সদস্যের মধ্যেই তাঁরা ছিলেন)।

ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড় সহ ব্যাটিং কোচ বিক্রম রাঠোর, ফিল্ডিং কোচ টি দিলীপ এবং বোলিং কোচ পারাস মামব্রে পাবেন ২.৫ কোটি টাকা করে। দলের ৩ ফিজিওথেরাপিস্ট কমলেশ জৈন, যোগেশ পারমার, তুলসি রাম যুবরাজ, ৩ জন থ্রোডাউন স্পেশালিস্ট রাঘবেন্দ্র, নুয়ান উড়েনেকে, দয়ানন্দ গরানি, দু’জন ম্যাসিয়োর রাজীব কুমার, অরুণ কানাড়ে এবং স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ সোহম দেশাই পাবেন ২ কোটি টাকা করে।

শুধু ১৫ জন সদস্যই নন, বিশ্বকাপের জন্য ভারতীয় রিজার্ভ দলে থাকা রিঙ্কু সিং, খালিল আহমেদ, শুবমন গিল এবং আবেশ খানও পাবেন ১ কোটি টাকা করে। পাশাপাশি অজিত আগরকর সহ নির্বাচক কমিটির ৫ জন সদস্যদেরও দেওয়া হবে ১ কোটি টাকা করে। অবশিষ্ট অর্থ দলের সাথে বিশ্বকাপ টুর্নামেন্টের জন্য আমেরিকায় যাওয়া সদস্যদের মধ্যে ভাগ করে দেওয়া হবে।

ভারতীয় ক্রিকেট দলের জন্য ১২৫ কোটি টাকা আর্থিক পুরস্কার বোর্ডের
Chirag Shetty: বিমাতৃসুলভ আচরণ মহারাষ্ট্র সরকারের! রোহিতদের সংবর্ধনায় ক্ষুব্ধ ব্যাডমিন্টন তারকা
ভারতীয় ক্রিকেট দলের জন্য ১২৫ কোটি টাকা আর্থিক পুরস্কার বোর্ডের
বিশ্বচ্যাম্পিয়নদের দেখতে মেরিন ড্রাইভে জনজোয়ার! কেউ ভুগলেন শ্বাসকষ্টে, কেউ হারালেন মানিব্যাগ

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in