অভিষেকের ক্লাব নিয়ে ক্ষুব্ধ খোদ মুখ্যমন্ত্রীর ভাই! IFA-র বিরুদ্ধে বাড়তি সুযোগের অভিযোগ

অনির্বাণ দত্তকে প্রশ্ন করেছেন খোদ অভিষেকের কাকা অর্থাৎ মমতা ব্যানার্জির ছোট ভাই স্বপন ব্যানার্জি এবং সুরুচি সংঘ থেকে আসা আইএফএর সহ সভাপতি তথা ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস।
অভিষেকের ক্লাবের বিরুদ্ধে ক্ষোভ IFA-তে
অভিষেকের ক্লাবের বিরুদ্ধে ক্ষোভ IFA-তেগ্রাফিক্স - সুমিত্রা নন্দন
Published on

অভিষেক ব্যানার্জির ক্লাবকে বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে। এই নিয়ে আইএফএতে ছোটো ক্লাবের মধ্যে একটা ধিকি ধিকি আগুন জ্বলছে সেই কথা আমরা পিপলস রিপোর্টার আগেই জানিয়েছিলাম। এবার তা আরও চরম আকার ধারণ করলো।

গত মঙ্গলবার আইএফএ-র লিগ কমিটির বৈঠকে প্রিমিয়ার এ ডিভিশন ও প্রিমিয়ার বি এক করে দেওয়া হয়েছিল। প্রিমিয়ার বি ডিভিশনের ১০টি দলকে সরাসরি প্রিমিয়ার এ ডিভিশনে প্রোমোশন দেওয়া হয়। ফলে অভিষেক ব্যানার্জির ক্লাব ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মহামেডানের মতো বড় ক্লাবের সঙ্গে খেলার সুযোগ পাবে। এই নিয়ে আইএফএতে ডামাডোলে।

শুক্রবার বৈঠকে প্রশ্ন তোলা হয় কীসের ভিত্তিতে ১০টি ক্লাবকে রাতারাতি প্রোমোশন দেওয়া হল? যদি এমন হয় তাহলে বাকি ২৪টা ক্লাবকেও মার্জ করে দেওয়া হোক। ৫০টা টিম হোক। ৫টি গ্রুপে খেলা হোক। প্রথম ডিভিশন থেকে চারটে টিমের প্রোমোশন হবে এবং প্রিমিয়ার থেকে দুটো টিমের অবনমন হবে।

এছাড়া তাঁদের ক্ষোভ অভিষেক ব্যানার্জির দলকে বাড়তি সুবিধা দেওয়া নিয়ে। বৈঠকে নাকি এও বলা হয়েছে অভিষেকের টাকা আছে ভালো দল গড়ার কিন্তু বাকিদের কী হবে? সবথেকে আশ্চর্যের বিষয়, এই প্রশ্নগুলো নাকি আইএফএ সচিব অনির্বাণ দত্তকে করেছেন খোদ অভিষেকের কাকা অর্থাৎ মমতা ব্যানার্জির ছোট ভাই স্বপন ব্যানার্জি এবং সুরুচি সংঘ থেকে আসা আইএফএর সহ সভাপতি তথা ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস। যদিও ওই বৈঠক ভেস্তে যায়। আগামী মঙ্গলবার অর্থাৎ আগামীকাল এই বিষয় আলোচনা হবে। সিদ্ধান্ত বদল হবে না বলেই শোনা যাচ্ছে।

আইএফএ সচিব অনির্বাণ দত্ত পিপলস রিপোর্টারের প্রতিনিধি কে জানান, 'প্রথম ডিভিশন ও প্রিমিয়ার লিগ কমিটির সদস‍্যদের সঙ্গে আলোচনা করেই আমরা প্রিমিয়ারের দুটি ডিভিশনকে মার্জ করার সিদ্ধান্ত নিয়েছি। তাছাড়া প্রিমিয়ারের দলগুলি যাতে বেশি করে ম‍্যাচ খেলতে পারে সেই ব‍্যাপারে বিশেষজ্ঞ কমিটিও পরামর্শ দিয়েছিল। যারা অবনমনের লড়াই করবে তাদের প্রতিটি দল ১৭টি করে ম‍্যাচ খেলার সুযোগ পাবে। আর মাঝের দলগুলি ১২টি করে ম‍্যাচ খেলার সুযোগ পাবে। সব কিছু খতিয়ে দেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনেকের অনেক বক্তব্য থাকতে পারে আলোচনার মাধ্যমে সমাধান হবে। আমরা কাউকে বাড়তি সুবিধা দিচ্ছি না।'

অভিষেকের ক্লাবের বিরুদ্ধে ক্ষোভ IFA-তে
লর্ডসে ব্র্যাডম্যানের ৯৩ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন বেন ডাকেট

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in