East Bengal: ক্লাব তাঁবুতে প্রয়াত প্রাক্তন অধিনায়ক চন্দন ব্যানার্জির স্মরণ সভা

চন্দন ব্যানার্জির পরিবারের সদস্যরা ছাড়াও স্মরণ সভায় ছিলেন ক্লাবের সচিব কল্যাণ মজুমদার, সহ সচিব রূপক সাহা, সহ সভাপতি ডাঃ শান্তি রঞ্জন দাশগুপ্ত, কর্মসমিতির সদস্য দেবব্রত সরকার সহ ক্লাবের বহু সদস্য।
ইষ্টবেঙ্গল ক্লাব তাঁবুতে প্রয়াত অধিনায়কের স্মরণ সভা
ইষ্টবেঙ্গল ক্লাব তাঁবুতে প্রয়াত অধিনায়কের স্মরণ সভাছবি - সংগৃহীত
Published on

ইস্টবেঙ্গল তাঁবুতে পালন করা হলো ক্লাবের সদ্য প্রয়াত প্রাক্তন ফুটবল দলের অধিনায়ক চন্দন ব্যানার্জির স্মরণ সভা। উপস্থিত ছিলেন প্রয়াত চন্দন ব্যানার্জির স্ত্রী কৃষ্ণা ব্যানার্জি, পুত্র বিক্রম ব্যানার্জি, পুত্রবধূ বিশাখা ব্যানার্জি এবং নাতনি।

চন্দন ব্যানার্জির পরিবারের সদস্যরা ছাড়াও স্মরণ সভায় ছিলেন ক্লাবের সচিব কল্যাণ মজুমদার, সহ সচিব রূপক সাহা, সহ সভাপতি ডাঃ শান্তি রঞ্জন দাশগুপ্ত, কর্মসমিতির সদস্য দেবব্রত সরকার সহ ক্লাবের বহু সদস্য।

সভার শুরুতে চন্দন ব্যানার্জির প্রতিকৃতিতে সকলে মাল্যদান করেন। এরপর ক্লাব সচিব তাঁর বক্তব্যের মাধ্যমে চন্দন ব্যানার্জির স্মৃতিচারণা করেন। প্রাক্তন খেলোয়াড়েরাও একে একে বক্তব্যের মাধ্যমে তাঁদের সাথে চন্দন ব্যানার্জির পরিচয়ের অনেক অজানা ঘটনা তুলে ধরেন।

দেবব্রত সরকার তাঁর বক্তব্যে চন্দন ব্যানার্জির সাথে পঁয়তাল্লিশ বছরের উপর সম্পর্কের বিভিন্ন ঘটনা তুলে ধরেন। চন্দন ব্যানার্জির পুত্র বিক্রম ইস্টবেঙ্গল ক্লাবের সাথে চন্দন ব্যানার্জির আত্মীয়তার কথা ব্যক্ত করেন। ইস্টবেঙ্গল ক্লাব চন্দন ব্যানার্জির ছবি সহ একটি অসাধারণ লেখা তাঁর পরিবারের হাতে তুলে দেয়। ছবির নীচেই লেখা - চন্দন ব্যানার্জি - "ইস্টবেঙ্গলের আপনি, আপনার ইস্টবেঙ্গল"।

স্মরণ সভায় উপস্থিত ছিলেন ক্লাবের প্রাক্তন খেলোয়াড়েরাও। যাদের মধ্যে উল্লেখযোগ্য শ্যাম থাপা, সমরেশ চৌধুরী, মনোরঞ্জন ভট্টাচার্য, ভাস্কর গাঙ্গুলি, প্রশান্ত ব্যানার্জি, সম্বরণ বন্দোপাধ্যায়, অলোক মুখার্জি, কৃষ্ণেন্দু রায়, অমিত ভদ্র, মিহির বসু, বিকাশ পাঁজি, সুমিত মুখার্জি, বিশ্বজিৎ ভট্টাচার্য, দীপেন্দু বিশ্বাস, তপন দাস সহ আরও অনেক প্রাক্তনীরা।

গত মাসের ২৯ জুন প্রয়াত হন চন্দন ব্যানার্জী। ম্যাসিভ কার্ডিয়াক অ্যাটাক হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।

ইষ্টবেঙ্গল ক্লাব তাঁবুতে প্রয়াত অধিনায়কের স্মরণ সভা
CFL: কলকাতা লিগের শুরুতেই হোঁচট, রেনবোর বিরুদ্ধে গোলশূন্য ড্র ইস্টবেঙ্গলের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in