মহিলা কুস্তিগীরদের অভিযোগের ভিত্তিতে বিজেপি সাংসদ তথা ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার ধারায় চার্জ গঠনের নির্দেশ দিল আদালত। আদালতের কথায়, ব্রিজভূষণের বিরুদ্ধে চার্জ গঠনের যথেষ্ট রসদ রয়েছে। একে মহিলা কুস্তিগীরদের আন্দোলনের জয় হিসেবেই দেখছেন ভীণেশ ফোগতরা।
শুক্রবার দিল্লির অতিরিক্ত মুখ্য নগর দায়রা আদালত ব্রিজভূষণের বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ দেয়। বিচারক প্রিয়াঙ্কা রাজপুত বলেন, ৫ কুস্তিগীরের অভিযোগের ভিত্তিতে ব্রিজভূষণের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ ধারা (শ্লীলতাহানি) এবং ৩৫৪ক (যৌন হেনস্থা) ধারা অনুযায়ী চার্জ গঠনের নির্দেশ দেওয়া হলো। কুস্তি ফেডারেশনের সহকারী সচিব বিনোদ তোমরের বিরুদ্ধেও চার্জ গঠনের নির্দেশ দেন বিচারক। অপরাধী মানসিকতার অভিযোগ চার্জশিটে রাখতে বলেছেন বিচারক। তবে দু’জনের বিরুদ্ধেই প্ররোচনা দেওয়ার অভিযোগ খারিজ করে দিয়েছেন তিনি।
আন্দোলনকারী মহিলা কুস্তীগির ভীনেশ ফোগত এই প্রসঙ্গে বলেন, 'মহিলাদের জন্য এটি বড় জয়। এই ঘটনা সমাজে শক্তিশালী বার্তা দিল যে ক্ষমতাসীন পুরুষের সাথে মহিলারা লড়তে পারেন। তাতে ভয় পাওয়ার কিছুই নেই। এইরকম শক্তিশালী ব্যক্তির বিরুদ্ধে প্রতিবাদ করাটা সহজ কাজ ছিল না। কিন্তু আমরা সকলেই মহিলা কুস্তিগীরদের ন্যায় বিচার পাওয়ানোর জন্য দৃঢ়প্রতিজ্ঞ ছিলাম'।
তিনি আরও জানান, যখন আমরা ব্রিজভূষণের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছিলাম অনেকেই আমাদের বিরুদ্ধে কথা বলেছিলেন। কিন্তু আমরা ন্যায় বিচারের জন্যই লড়ে গেছি। ব্রিজভূষণ নিজের ক্ষমতা ব্যবহার করে প্রমাণ লোপাট করে দিতে পারে, এমন একটা ভয় সকলের মনেই ছিল। কিন্তু আমাদের আইনজীবীর প্রতি অনেক ভরসা ও বিশ্বাস ছিল। কুস্তির সাথে যুক্ত লোকেরা সকলেই জানতেন ব্রিজভূষণ দিনের পর দিন কী করেছেন। তারপরেও সকলের চোখ বন্ধ ছিল।
আরেক আন্দোলনকারী কুস্তিগীর বজরং পুনিয়া বলেন, আদালতকে অসংখ্য ধন্যবাদ। ব্রিজভূষণের বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। মহিলা কুস্তিগীরদের দীর্ঘ লড়াইয়ের বড় জয়। যাঁরা ক্রমাগত মহিলা কুস্তিগীরদের সমালোচনা করেছিলেন তাঁদের লজ্জা পাওয়া দরকার।
এর আগে ব্রিজভূষণের বিরুদ্ধে ১৫০০ পাতার চার্জশীট গঠন হয়েছিল। যেখানে কুস্তীগিররা ছাড়াও রেফারি, ফিজ়িয়োথেরাপিস্ট এবং কোচ সহ একাধিক ব্যক্তির সাক্ষ্য ছিল। ৬ জন অভিযোগকারী মহিলা কুস্তিগীরদের সমর্থনে সাক্ষ্য দিয়েছিলেন তাঁরা।
উত্তরপ্রদেশের কায়সরগঞ্জ কেন্দ্রের বিদায়ী বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিং। এবারও টিকিট পাওয়ার জন্য অনেক চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু দল এবার তার ছেলে করণ সিংকে প্রার্থী করেছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন