১৩২ তম ডুরান্ড কাপ সাক্ষী থাকলো ঐতিহাসিক মুহূর্তের। মঙ্গলবার ট্রফি উন্মোচনের সময় ব্রিগেড সংলগ্ন মাঠের পাশে ৬৫ তলা থেকে ঝাঁপ দেন সেনার অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন কমল সিং ওবের এবং অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সত্যেন্দ্র বর্মা। মাটিতে নামার পরে দুই সেনাকর্তা একে অপরকে জড়িয়ে ধরে মুহূর্ত উপভোগ করেন।
ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ইস্টার্ন কম্যান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আরপি কালিটা ও রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের উপস্থিতিতে ডুরান্ড কাপ উদ্বোধন হয়। ১৩টি শহর ঘুরে ট্রফি এলো কলকাতায়।
আগামী ৩ অগাস্ট শুরু ডুরান্ড কাপ। ভারত স্বাধীন হওয়ার ৫৯ বছর আগে শুরু হয়েছিল যে ফুটবল টুর্নামেন্ট, সেই ডুরান্ড কাপের এবার ১৩২তম সংস্করণ হতে চলেছে। কলকাতা ছাড়াও গুয়াহাটি ও কোকড়াঝারেও হবে এবারের ডুরান্ড কাপের ম্যাচগুলি।
এই প্রথম ২৪টি দল এই টুর্নামেন্টে খেলবে। ভারত, নেপাল ও বাংলাদেশের ১৯টি ক্লাব ও পাঁচটি সেনা দলকে মোট ছ’টি গ্রুপে ভাগ করা হচ্ছে। প্রতি গ্রুপের সেরা দুই দল কোয়ার্টার ফাইনালে সরাসরি উঠবে এবং ছয় গ্রুপের তৃতীয় স্থানাধিকারী দলগুলির মধ্যে দু’টি সেরা দলও যাবে শেষ আটে। তারপরে সেমিফাইনাল ও ফাইনাল, যার পুরোটাই হবে কলকাতায়। গতবার ফাইনালে মুম্বই সিটি এফসিকে ২-১-এ হারিয়ে ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছিল বেঙ্গালুরু এফসি।
‘এ’ গ্রুপে রয়েছে কলকাতার দুই প্রধান মোহনবাগান এসজি ও ইস্টবেঙ্গল এফসি। তাদের সঙ্গে রয়েছে বাংলাদেশ আর্মি ও পাঞ্জাব এফসি। ‘বি’ গ্রুপে থাকছে ভারতীয় নৌ সেনা, জামশেদপুর এফসি, মহামেডান এফসি ও গতবারের আইএসএলে লিগ শিল্ডজয়ী মুম্বই সিটি এফসি।
‘সি’ গ্রুপে গতবারের ডুরান্ড চ্যাম্পিয়ন বেঙ্গালুরু এফসি, কেরালা ব্লাস্টার্সের সঙ্গে রয়েছে গোকুলাম কেরালা এফসি ও ভারতীয় বিমানবাহিনীর দল। ‘ডি’ গ্রুপে এফসি গোয়া ও নর্থইস্ট ইউনাইটেডের সঙ্গে থাকছে ডাউনটাউন হিরোজ এফসি ও শিলং লাজং এফসি। গ্রুপ ‘ই’-তে চেন্নাইন এফসি, হায়দরাবাদ এফসি-র সঙ্গে থাকবে ত্রিভূবন আর্মি এফসি ও দিল্লি এফসি। গ্রুপ ‘এফ’-এ ভারতীয় সেনাবাহিনী ও বোড়োল্যান্ড এফসি-র সঙ্গে থাকবে ওড়িশা এফসি ও রাজস্থান ইউনাইটেড এফসি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন