ঢাকে কাঠি পড়ে গেলো ঐতিহ্যবাহী ডুরান্ড কাপের। আগামী ২৭ জুলাই শুরু হবে ১৩৩তম ডুরান্ড কাপ। চলবে ৩১ অগাস্ট অবধি।
চলতি সপ্তাহে ইস্টার্ন কমান্ড হেডকোয়ার্টার থেকে এই ঘোষণা করা হয়। কলকাতার পাশাপাশি গত বছরের মতো এবারও ডুরান্ডের ম্যাচ হবে আসামের কোকরাঝাড়ে আর দুই নতুন শহর জামশেদপুর এবং শিলংয়েও হবে ম্যাচ। তবে উদ্বোধনী ম্যাচ আর ফাইনাল হবে কলকাতার যুবভারতীতেই।
এই নিয়ে টানা ৫ বার ডুরান্ড কাপ উদ্বোধন আর ফাইনাল হতে চলেছে কলকাতায়। বাংলার ফুটবল পরিকাঠামো নিয়ে বেশ খুশি সেনাকর্তারা। সেই কারণে যুবভারতীকে উদ্বোধনী আর ফাইনালের জন্য বেছে নেওয়া।
আইএসএল, আই লিগের দল ছাড়াও সেনাবাহিনীর দলও অংশ নেবে ২৪ দলের এই টুর্নামেন্টে। গতবছর বাংলাদেশ আর্মি ও নেপালের ত্রিভূবন আর্মি যোগ দিয়েছিল। এবারও বিদেশি দল আনার পরিকল্পনা রয়েছে।
প্রতি গ্রুপের প্রথম দল যাবে নকআউটে। তার সঙ্গে গ্রুপের দ্বিতীয় সেরা দুটি দলও সুযোগ পাবে। ১০ জুলাই থেকে শুরু হবে ট্রফি ট্যুর। ইস্টবেঙ্গল আর মোহনবাগান একই গ্রুপে থাকার সম্ভবনা রয়েছে। গতবছর ফাইনালে ডার্বিতে ইস্টবেঙ্গলকে হারিয়ে ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয় টিম মোহনবাগান। এবারে দেখার ডুরান্ড চ্যাম্পিয়ন কারা হয়।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন