East Bengal: আর ৪-৫ জনকে নেওয়া বাকি - ১৫ জুনের মধ্যে দলগঠনের প্রতিশ্রুতি ইস্টবেঙ্গল শীর্ষকর্তার

People's Reporter: দেবব্রত সরকার জানান, 'কোচের সঙ্গে আলোচনা করেই আমরা দল করছি। ওনার পছন্দের বিদেশির সঙ্গেই কথা বলা হচ্ছে। অধিকাংশ দলই ঠিক হয়ে গিয়েছে। ৪-৫ জনকে নেওয়া বাকি।'
ছবি প্রতীকী
ছবি প্রতীকীফাইল ছবি ISL-এর ট্যুইটার থেকে নেওয়া
Published on

আগামী মরসুমে ভালো এবং শক্তিশালী দল তৈরী করতে বদ্ধপরিকর ইস্টবেঙ্গল। সেই অনুযায়ী বৃহস্পতিবার ইমামি অফিসে বৈঠক করেন ইনভেস্টর ইমামি আর ক্লাবের সদস্যরা। সূত্রের খবর বৈঠকে দলের বাজেট বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। তবে সেই নিয়ে মিডিয়ার সামনে কিছু বলতে রাজি হননি কর্তারা।

ইমামি কর্তারা ছাড়াও লাল হলুদ শীর্ষকর্তা দেবব্রত সরকার, ফুটবল সচিব সৈকত গঙ্গোপাধ্যায়, সহ সচিব রূপক সাহা এবং ক্লাব সভাপতি প্রণব দাশগুপ্ত উপস্থিত ছিলেন বৈঠকে। দেবব্রত সরকার জানান, 'আমরা ভালো দল করার বিষয়ে আশাবাদী। কোচের সঙ্গে আলোচনা করেই আমরা দল করছি। ওনার পছন্দের বিদেশির সঙ্গেই কথা বলা হচ্ছে। আমরা একজোট হয়ে এগোচ্ছি। জোরকদমে কাজ চলছে। অধিকাংশ দলই ঠিক হয়ে গিয়েছে। ৪-৫ জনকে নেওয়া বাকি। ১৫ জুনের মধ্যে দল গঠনের প্রক্রিয়া সম্পূর্ণ করে ফেলতে চাই।'

তিনি আরও জানান, "আমাদের কাছে অনেকগুলো নাম রয়েছে। আমরা কোচকে জানিয়েছি। এবার কোচ চিন্তা-ভাবনা করে যাকে দলের নেওয়ার জন্য বলবে, ভবিষ্যতে তাকেই নেওয়া হবে। এই ব্যাপারে কোচের কথাই শেষ কথা। তবে হ্যাঁ, এটা বলতে পারি, আমরা শক্তিশালী দল বানাবো। কোয়ালিটি প্লেয়ার আনব"।

ভারতীয় তারকাদের মধ্যে নন্দকুমার, মহেশ, সায়ন, বিষ্ণু, আমনদের সঙ্গে ইস্টবেঙ্গলের দীর্ঘমেয়াদী চুক্তি রয়েছে। জাতীয় টিমের বেশ কিছু ফুটবলারকেই টার্গেট করেছে ক্লাব। প্রয়োজনে বড় অঙ্কের ট্রান্সফার ফি দিতেও সমস্যা নেই লাল হলুদ কর্তৃপক্ষের। এছাড়া মহামেডান থেকে টিম ডেভিড এসেছেন।

ছবি প্রতীকী
Mohun Bagan: কোস্টারিকার অস্কারকে দলে চাইছে মোহনবাগান, চিন্তা শুধু ডিফেন্ডারের চোট নিয়ে
ছবি প্রতীকী
East Bengal: ভুটানি 'রোনাল্ডো' কে দলে চাইছে ইস্টবেঙ্গল
ছবি প্রতীকী
BCCI: দ্রাবিড় জমানার ইতি! ভারতের নতুন কোচের জন্য শীঘ্রই বিজ্ঞপ্তি জারি বিসিসিআই-র

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in