BCCI: দ্রাবিড় জমানার ইতি! ভারতের নতুন কোচের জন্য শীঘ্রই বিজ্ঞপ্তি জারি বিসিসিআই-র

People's Reporter: বিসিসিআই সচিব জয় শাহ বলেন, রাহুল দ্রাবিড়ের মেয়াদ বিশ্বকাপ পর্যন্ত। আমরা শীঘ্রই নতুন হেড কোচের জন্য বিজ্ঞপ্তি জারি করবো। দ্রাবিড় চাইলেই তিনি পুনরায় কোচ হওয়ার আবেদন জানাতে পারেন।
রাহুল দ্রাবিড়
রাহুল দ্রাবিড়ফাইল ছবি
Published on

আসন্ন টি-২০ বিশ্বকাপের পরই ভারতীয় পুরুষ ক্রিকেট দলের কোচ হিসেবে যাত্রা শেষে হচ্ছে রাহুল দ্রাবিড়ের। তাঁর বদলে অন্য কাউকে কোচ করা হতে পারে বলেই খবর। শীঘ্রই বোর্ডের তরফ থেকে নতুন কোচ নেওয়ার বিজ্ঞপ্তি জারি করা হবে বলে জানিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ।

জয় শাহ বৃহস্পতিবার বলেন, 'রাহুল দ্রাবিড়ের মেয়াদ বিশ্বকাপ পর্যন্ত। আমরা শীঘ্রই নতুন হেড কোচের জন্য বিজ্ঞপ্তি জারি করবো। দ্রাবিড় চাইলেই তিনি পুনরায় কোচ হওয়ার আবেদন জানাতে পারেন। আমরা এই বিষয়ে কিছু যোগ্যতার মাপকাঠি রেখেছি। কোচের মেয়াদ হবে তিন বছর। তারপর আমরা ক্রিকেট উপদেষ্টা কমিটির সাথে আলোচনা করে সাপোর্ট স্টাফদের নেওয়ার জন্য বিজ্ঞপ্তি জারি করবো'।

উল্লেখ্য, ২০২১ সালে ভারতীয় দলের কোচ হন রাহুল দ্রাবিড়। তাঁর নেতৃত্বে ভারতীয় দলের অনেক উন্নতিও হয়েছে। প্রধান কোচ হিসেবে দ্রাবিড়ের অধীনে টেস্ট, ওডিআই এবং টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলেও, ভারত এই সময়ে কোনো আইসিসি ট্রফি জিততে পারেনি। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমি-ফাইনালিস্ট এবং ২০২৩ বিশ্বকাপ টেস্টে রানার্স-আপ এবং ওয়ান ডে বিশ্বকাপে রানার্স আপ হয় ভারতীয় দল। চ্যাম্পিয়ন না হওয়ায় অনেকেই দ্রাবিড়ের পদত্যাগের দাবি করেছিলেন। কিন্তু ২০২৩-র নভেম্বর মাসে দ্রাবিড়ের চুক্তির মেয়াদ টি-২০ বিশ্বকাপ পর্যন্ত বাড়ায় বোর্ড।

আগামী ২ জুন থেকে শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ। আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজ মিলে আয়োজন করছে এবারের বিশ্বকাপ। জয় শাহ জানান, বিশ্বকাপের জন্য দু'দফায় দল প্লেয়াররা যাবেন। যাঁরা প্লে অফ খেলবেন তাঁরা ২৪ মে-র পরে যাবেন। আর প্লে অফ না খেলা ক্রিকেটাররা ২৪-মের আগে ওয়েস্ট ইন্ডিজ পৌঁছে যাবে।

রাহুল দ্রাবিড়
IPL 2024: ধর্মশালায় ইতিহাস রচনা বিরাটের! প্রথম ভারতীয় হিসেবে স্পর্শ করলেন এই রেকর্ড
রাহুল দ্রাবিড়
IPL 2024: ম্যাচ হেরে যাওয়ায় প্রকাশ্যেই রাহুলের উপর ক্ষোভ প্রকাশ! সঞ্জীব গোয়েঙ্কার ভূমিকায় নিন্দার ঝড়
রাহুল দ্রাবিড়
East Bengal: ভুটানি 'রোনাল্ডো' কে দলে চাইছে ইস্টবেঙ্গল

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in