২০২৬ ফুটবল বিশ্বকাপের সমস্ত ভেন্যু ঘোষণা করে দিল ফিফা। উদ্বোধনী ম্যাচ হবে মেক্সিকো সিটি স্টেডিয়ামে এবং ফাইনাল আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে নিউ ইয়র্ক-নিউ জার্সির মেট লাইফ স্টেডিয়ামকে। এছাড়া কোন স্টেডিয়াম কটা করে ম্যাচ পাবে তাও জানানো হয়েছে।
২০২৬ বিশ্বকাপ আয়োজন করবে আমেরিকা, কানাডা এবং মেক্সিকো। তিন দেশের ১৬টি ভেন্যুতে মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। মোট ৪৮টি দেশ ২০২৬ বিশ্বকাপে অংশগ্রহণ করবে। রবিবার কোন স্টেডিয়ামে কটা ম্যাচ হবে শুধু সেই তালিকা প্রকাশ করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে উদ্বোধনী ম্যাচ হবে ১১ জুন, মেক্সিকো সিটি স্টেডিয়ামে। ফাইনাল হবে ১৯ জুলাই। ফাইনাল ম্যাচ আয়োজনের জন্য জোর লড়াই চলে ডালাস ও নিউ ইয়র্ক-নিউ জার্সির মধ্যে। শেষে নিউ ইয়র্ক-নিউ জার্সি সেই ছাড়পত্র পায়।
ভেন্যু ঘোষণার পর ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, "উদ্বোধনী ম্যাচ হবে এক প্রান্তে আর ফাইনাল ম্যাচ হবে অন্যপ্রান্তে। এটা একপ্রকার ঐতিহাসিক বিষয়। সমর্থকরা ফুটবলকে আরও ভালো করে উপভোগ করতে পারবেন। সেটা বাস্তবায়িত করতে পেরে আমরা খুবই আনন্দিত।"
নিউ জার্সির মেট লাইফ স্টেডিয়ামের আসন সংখ্যা প্রায় ৮৩ হাজারের কাছাকাছি। এন এফ এল-র নিউ ইয়র্ক জায়ান্টস এবং নিউ ইয়র্ক জেটসের হোম গ্রাউন্ড এটি।
উল্লেখ্য, এই মেটলাইফ স্টেডিয়ামেই ২০১৬ সালে কোপা আমেরিকা ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল। মেসির আর্জেন্টিনার সামনে ছিল চিলি। পেনাল্টি শুটআউটে গিয়ে ৪-২ গোলে হেরে কোপা আমেরিকার ফাইনাল হারতে হয়েছিল আর্জেন্টিনাকে।
১৬ টি ভেন্যু হল - আটলান্টা, বস্টন, ডালাস, গুয়াডালারাজা, হিউস্টন, কানসাস সিটি, লস অ্যাঞ্জেলস, মেক্সিকো সিটি, মনটেরি, মায়ামি, নিউ জার্সি, ফিলাডেলফিয়া, সান ফান্সিস্কো বে এরিয়া, সিয়াটল, টরন্টো এবং ভ্যাঙ্কুবার।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন