রাত পোহালেই ভারত ইংল্যান্ড প্রথম Test Match

করোনা মহামারীর পর আগামীকাল থেকে ভারতে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে চার ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হচ্ছে শুক্রবার।
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচের আগে ভারতের ট্রেনিং
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচের আগে ভারতের ট্রেনিংছবি সৌজন্য - বিসিসিআই ট্যুইটার
Published on

রাত পোহালেই শুরু হবে ভারত বনাম ইংল্যান্ডের বাইশ গজে মহারণ। করোনা মহামারীর পর আগামীকাল থেকে ভারতে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে চার ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হচ্ছে শুক্রবার। বিরাট বনাম জো রুটের লড়াই ঘিরে সমর্থকদের মধ্যে উত্তেজনার পারদ তুঙ্গে। তাছাড়া এই টেস্ট সিরিজের ওপর নির্ভর করছে টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালের ভাগ্য। অনুমান করা হচ্ছে সিরিজ জয়ী দলই লর্ডসে নিউজিল্যান্ডের সাথে মুখোমুখি হবে টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালে।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুরন্ত সিরিজ জিতে দেশে ফিরছে ভারতীয় দল। আগামী কাল দেশের মাটিতে নামছে তারা। প্রতিপক্ষ ইংল্যান্ডও ভারতে আসছে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জিতে। অধিনায়ক রুট রয়েছেন স্বপ্নের ফর্মে। দুই দলেই রয়েছে তারকাখচিত ক্রিকেটার। লড়াই হবে কাঁটায় কাঁটায়। ভারতীয় সময় সকাল সাড়ে নয়টা থেকে লাইভ সম্প্রচারের হবে এই ম্যাচ।

ভারতীয় দলের স্কোয়াড: বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্কে রাহানে (সহ-অধিনায়ক),রোহিত শর্মা, শুবমন গিল, চেতেশ্বর পুজারা,ঋষভ পন্থ(উইকেট রক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, জসপ্রীত বুমরাহ, ইশান্ত শর্মা, মহম্মদ সিরাজ, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, হার্ডিক পান্ড্য, মায়াঙ্ক আগরওয়াল, কেএল রাহুল, ঋদ্ধিমান সাহা, শার্দুল ঠাকুর।

ইংল্যান্ডের স্কোয়াড: জো রুট (অধিনায়ক), জাক ক্রোললি, ডমিনিক সিবলি, ররি বার্নস, অলি পোপ, ড্যান লরেন্স, বেন স্টোকস, জস বাটলার(উইকেট রক্ষক), বেন ফোকস,মইন আলী, ক্রিস ওকস, জোফরা আর্চার, জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড, ডমিনিক বেস, জ্যাক লিচ, অলি স্টোন।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in