আগামী বছর জানুয়ারি মাসে আয়োজিত হতে চলেছে ঐতিহ্যপূর্ণ আইএফএ শিল্ড। শতাব্দী প্রাচীন আইএফএ শিল্ডে খেলতে দেখা যাবে পড়শি দেশ বাংলাদেশের বসুন্ধরা কিংস ও ঢাকা মহামেডান স্পোর্টিং ক্লাবকে।
রবিবার ঢাকায় আইএফএ সচিব অনির্বাণ দত্ত, বাংলাদেশ প্রিমিয়ার লিগে টানা চার বারের বিজয়ী বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান ও বাংলাদেশের ফেডারেশন কাপ বিজয়ী ঢাকা মহামেডান স্পোর্টিং ক্লাবের ডিরেক্টর আবু হাসান চৌধুরীর সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে প্রাথমিক আলোচনা করেন। দুজনেই সম্মতি জানিয়েছেন।
বাংলাদেশের দুই সেরা দল ছাড়া আরও একটি ক্লাবের এই প্রতিযোগিতায় আসার সম্ভাবনা রয়েছে। নতুন বছরের শুরুতেই এপার বাংলা এবং ওপার বাংলা এক হয়ে যাবে এই আইএফএ শিল্ডে।
প্রসঙ্গত,গত মাসে ইস্টবেঙ্গল ক্লাবের অনুষ্ঠানে এসেছিলেন বাংলাদেশের প্রাক্তন ফুটবলার আসলাম। তিনি সেই সময় বলেছিলেন, "বাংলাদেশের ফুটবলে এখন রাজ করছে বসুন্ধরা কিংস। ফুটবল দল গড়ার ক্ষেত্রে আর্থিক দিক দিয়ে সব ক্লাবকে পিছনে ফেলে দিয়েছে। টানা চার বার বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়েছে।" সেই দিক দিয়ে দেখতে গেলে আইএফএ সচিব বাংলাদেশের সেরা দলকেই শিল্ডে আনছেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন