Manu Bhaker: ২ দিনের মধ্যে ভাঙা হবে বাড়ি! সরকারি নোটিশ পেয়েই অলিম্পিক ছেড়ে দেশে ফিরলেন মনুদের কোচ

People's Reporter: সমরেশ জঙ্গের বাড়ি দিল্লির খাইবার পাস এলাকায়। এলাকাটি নাকি প্রতিরক্ষা দপ্তরের অধীনে রয়েছে। ভূমি উন্নয়ন দপ্তরের তরফ থেকে একটি নোটিশ দিয়ে বাড়িগুলিকে অবৈধ ঘোষণা করা হয়েছে।
সমরেশ জঙ্গ
সমরেশ জঙ্গফাইল ছবি - সংগৃহীত
Published on

অলিম্পিকের মাঝপথেই ভারতে ফিরতে হলো মনু ভাকেরদের কোচ সমরেশ জঙ্গকে। বাড়ি বাঁচাতে তড়িঘড়ি তাঁকে দেশে ফিরতে হয়েছে।

সমরেশ জঙ্গের বাড়ি দিল্লির খাইবার পাস এলাকায়। এলাকাটি নাকি প্রতিরক্ষা দপ্তরের অধীনে রয়েছে। ভূমি উন্নয়ন দপ্তরের তরফ থেকে একটি নোটিশ দিয়ে বাড়িগুলিকে অবৈধ ঘোষণা করা হয়েছে। এলাকায় থাকা সমস্ত বাড়িই ভেঙে ফেলা হবে বলেই জানা যাচ্ছে। নিজের বাড়ি বাঁচানোর তাগিদে ফ্রান্স থেকে ফিরতে হয়েছে ভারতীয় শ্যুটিং কোচকে।

বৃহস্পতিবার রাতে নিজের এক্স হ্যান্ডেলে (পূর্বতন ট্যুইটার) সমরেশ জঙ্গ জানান, "ভারতীয় শ্যুটারদের দুটি অলিম্পিক পদক জয়ের উচ্ছ্বাসের পর আমি ভারতীয় দলের শ্যুটিং কোচ সবে মাত্র ভারতে ফিরে এসেছি। দু'দিনের মধ্যে আমার বাড়ি ভেঙে ফেলা হবে বলেই নোটিশ দেওয়া হয়েছে"।

অন্য এক এক্স বার্তায় তিনি বলেন, অন্তর্বর্তীকালীন ত্রাণের জন্য রিট পিটিশন বাতিল করে দেওয়া হয়েছে, উচ্চ আদালতে শুনানির জন্য নেওয়া হয়নি। এটা কি জরুরী বা যুদ্ধকালীন পরিস্থিতি যাতে আমাদের একদিনের মধ্যে সব খালি করে দিতে হবে? সুসজ্জিত ক্রীড়াবিদ, অর্জুন পুরস্কারপ্রাপ্তকে শুনানির সুযোগ দেওয়া হয়নি, দেশের জন্য জেতার চেষ্টা করা আমাদের ক্রীড়াবিদদের জন্য কোনও ইতিবাচক বার্তা নেই।

সমরেশ জঙ্গ বলেন, "বিগত ৭৫ বছর ধরে আমার পরিবার এই এলাকায় বাস করছে। কিন্তু হঠাৎ কেন বাড়ি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হল তা জানি না। গোটা কলোনিকে অবৈধ বলে ঘোষণা করা হয়েছে। মাত্র দুদিনের মধ্যে বাড়ি খালি করে দিতে বলা হয়েছে। আমরা আদালতে গিয়েছিলাম, কিন্তু আমাদের আবেদন খারিজ হয়ে যায়। সকলকেই একটা ন্যূনতম সময় দেওয়া উচিত"।

প্রসঙ্গত, মনু ভাকের ও সরবজোত সিং-র পদক জয়ে অন্যতম ভূমিকা পালন করেছিলেন প্রাক্তন এই অলিম্পিয়ান। ২০০২ কমনওয়েলথ গেমসে ২টি সোনার পদক এবং ৩টি রুপোর পদক জিতেছিলেন সমরেশ জঙ্গ। ওই বছরই অর্জুন পুরস্কারেরও সম্মানিত হন। ২০০৬ কমনওয়েলথ গেমসে দেশের হয়ে ৫টি সোনা ১টি রুপো এবং একটি ব্রোঞ্জ পদক জিতেছিলেন সমরেশ জঙ্গ। ২০০৮ বেজিং অলিম্পিকেও তিনি অংশ নিয়েছিলেন।

সমরেশ জঙ্গ
'১৫০ কোটির দেশে প্রতিভা খুঁজতে ব্যর্থ আমরা' - অলিম্পিকে ভারতের ব্যর্থতা নিয়ে মন্তব্য সুনীল ছেত্রীর
সমরেশ জঙ্গ
‘চক্রব্যূহ’ মন্তব্যের কারণে রাহুলের বিরুদ্ধে ইডি অভিযানের পরিকল্পনা! দাবি খোদ বিরোধী দলনেতারই

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in