দেশের মাটিতে বিশ্বরেকর্ড গড়ে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট জিতলো ভারতীয় মহিলা ক্রিকেট দল। ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে ৩৪৭ রানে ম্যাচ জিতে নিল হরমনপ্রীতরা।
শ্রীলঙ্কার তৈরি করা ২৫ বছর আগের রেকর্ড ভেঙে দিল ভারতের মেয়েরা। ডি ওয়াই পাটিল স্পোর্টস অ্যাকাডেমি স্টেডিয়ামে টেস্ট ম্যাচে ভারতের মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসেই চার ব্যাটার সতীশ শুভা (৬৯), জেমিমা রড্রিগেজ (৬৮), যস্তিকা ভাটিয়া (৬৬) এবং দীপ্তি শর্মা (৬৭) অর্ধ-শতরান করেন। ১ রানের জন্য অর্ধশতরান আসেনি অধিনায়ক হরমনপ্রীত কৌরের ব্যাট থেকে। ৪২৮ রানে ভারতের প্রথম ইনিংস শেষ হয়।
জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৩৬ রানেই থেমে যায় ইংল্যান্ডের প্রথম ইনিংস। ব্রিটিশদের ব্যাটিং লাইন-আপে ধস নামান দীপ্তি শর্মা। একাই নেন ৫ উইকেট। দ্বিতীয় ইনিংসেও দাপট বজায় থাকে দীপ্তির। ৪ উইকেট তুলে নেন তিনি। দুই ইনিংস মিলিয়ে একাই ৯ উইকেট নেন দীপ্তি শর্মা। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটের বিনিময়ে ১৮৬ রান করে ম্যাচ ডিক্লেয়ার করে টিম ইন্ডিয়া। জবাবে ব্যাট করতে নেমে ১৩১ রানেই শেষ হয় ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস।
টেস্টের ইতিহাসে ২৫ বছর আগের করা শ্রীলঙ্কার ৩০৯ রান জয়টাই মহিলা ক্রিকেটে সর্বাধিক রানে জয় ছিল। পাকিস্তান মহিলা দলের বিরুদ্ধে সেই নজির গড়েছিল শ্রীলঙ্কা। এরপরে আছে নিউজিল্যান্ড মহিলা ক্রিকেট দল। তারা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৮৮ রানে জয় অর্জন করেছিল।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন