প্রথম বছর দারুণ সাফল্যের সঙ্গে আয়োজন করার পর ফের একবার কলকাতায় হচ্ছে স্পোর্টস ফিল্ম ফেস্টিভ্যাল। আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত নন্দনে শুরু হতে চলেছে চারদিন ব্যাপী আন্তর্জাতিক স্পোর্টস ফিল্ম ফেস্টিভ্যাল। উদ্বোধন হবে ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যায়।
এবার ৬ টি দেশের ৭ টি ভাষার মোট ২০ টি ছবি প্রদর্শিত হবে। পরিচালনায় রয়েছে ফেডারেশন অফ ফিল্ম সোসাইটি অফ ইন্ডিয়া। অনুষ্ঠানকে কেন্দ্র করে ময়দানের ক্রীড়া সাংবাদিক তাঁবুতে এক সাংবাদিক সম্মেলনও হয়। প্রাক্তন ক্রিকেটার রাজু মুখার্জি, বিশ্বরুপ দে, মূল উদ্যোক্তা রঙ্গন মজুমদার সহ বহু বিশিষ্ট ব্যক্তিরা ওই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন। উদ্যোক্তাদের আশা, গতবারের মতো এবারও দারুণ জমে উঠবে এই স্পোর্টস ফিল্ম ফেস্টিভ্যাল।
ফেস্টিভ্যালের অন্যতম উদ্যোক্তা বিশ্বরূপ দে বলেন, 'আমি আপনাদের সকলের সহযোগিতা চাই। খেলাধুলো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। খেলাকে বাঁচাতে গেলে এমন কিছু চমক দিতে হবে।'
প্রাক্তন ক্রিকেটার রাজু মুখার্জি জানান, 'খেলার সঙ্গে সিনেমা কিন্তু এখন একত্রিত হয়ে গেছে। সেই কারণে এমন কিছু জিনিস হওয়া সত্যিই ভালো দিক। মানুষ আসুক, উপভোগ করুক এটাই চাই।'
কপিল দেবের বায়োপিক ৮৩, এম এস ধোনির বায়োপিক এম এস ধোনি untold story-র মত সিনেমার পাশাপাশি বাংলার কোনির মত সিনেমাও দেখানো হবে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন