ইডেনে বিশেষ ম্যাচ দিয়ে শুরু হবে লেজেন্ডস লীগ, উৎসর্গ করা হবে স্বাধীনতার ৭৫ তম বছরকে

আয়োজকরা জানিয়েছে, এবারের লেজেন্ড লীগ ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস উদযাদপনকে উৎসর্গ করা হবে। ১৬-ই সেপ্টেম্বর ইডেনে বিশেষ ম্যাচে মাঠে নামবে ইন্ডিয়া মহারাজা ও ওয়ার্ল্ড জায়ান্ট।
ইডেনে বিশেষ ম্যাচ দিয়ে শুরু হবে লেজেন্ডস লীগ, উৎসর্গ করা হবে স্বাধীনতার ৭৫ তম বছরকে
ছবি - ইন্সটাগ্রাম
Published on

প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে 'লেজেন্ডস লীগ ক্রিকেট' - এর দ্বিতীয় মরশুম শুরু হবে আগামী মাসেই। ১৬-ই সেপ্টেম্বর 'ক্রিকেটের নন্দন কানন', কলকাতার ইডেন গার্ডেনে বিশেষ ম্যাচের মধ্যে দিয়ে যাত্রা শুরু হবে এবারের প্রতিযোগীতার। শুক্রবার আয়োজকদের তরফ থেকে এবিষয়ে নিশ্চিত করা হয়েছে।

পাশাপাশি আয়োজকরা এও জানিয়েছে, এবারের লেজেন্ড লীগ ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস উদযাদপনকে উৎসর্গ করা হবে। ১৬-ই সেপ্টেম্বর ইডেনে বিশেষ ম্যাচে মাঠে নামবে ইন্ডিয়া মহারাজা ও ওয়ার্ল্ড জায়ান্ট। আয়োজকদের তরফ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, "এই ম্যাচে ১০টি বিদেশি দেশের প্লেয়াররা অংশ নেবে। তার পরের দিন থেকে, অর্থাৎ ১৭ সেপ্টেম্বর থেকে ৪টি দল ফ্র্যাঞ্চাইজি ফর্ম্যাটে লেজেন্ডস লিগ ক্রিকেটে অংশ নেবে। এই মরশুমে হবে মোট ১৫টি ম্যাচ।"

লেজেন্ডস লিগ ক্রিকেটের কমিশনার রবি শাস্ত্রী বলেছেন, "এটা আমাদের জন্য একটা গর্বের মুহূর্ত। যে আমরা আমাদের স্বাধীনতার ৭৫তম বছর উদযাপন করছি। একজন গর্বিত ভারতীয় হিসেবে, এটা জানাতে পেরে আমি অত্যন্ত খুশি যে আমরা এই বছরের লীগ স্বাধীনতা উদযাপনের ৭৫তম বছরের জন্য উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছি।" ইডেনে অনুষ্ঠিত হতে চলা লেজেন্ডস লীগের প্রথম ম্যাচে কলকাতা মহারাজাকে নেতৃত্ব দেবেন স্বয়ং বাংলার মহারাজা সৌরভ গাঙ্গুলি।

অন্যদিকে ওয়ার্ল্ড জায়ান্টসদের নেতা বিশ্বকাপজয়ী প্রাক্তন ব্রিটিশ অধিনায়ক ইয়ন মর্গ্যান। দেখে নেওয়া যাক, ইন্ডিয়া মহারাজা ও ওয়ার্ল্ড জায়ান্টসের মধ্যে যে বিশেষ ম্যাচটি হবে তার স্কোয়াড:

ইন্ডিয়া মহারাজা: সৌরভ গঙ্গোপাধ্যায় (অধিনায়ক), বীরেন্দ্র সেহওয়াগ, মহম্মদ কাইফ, ইউসুফ পাঠান, এস বদ্রিনাথ, ইরফান পাঠান, পার্থিব প্যাটেল, স্টুয়ার্ট বিনি, শ্রীসন্থ, হরভজন সিং, নমন ওঝা, অশোক দিন্ডা, প্রজ্ঞান ওঝা, অজয় জাদেজা, আরপি সিং, যোগিন্দর শর্মা।

ওয়ার্ল্ড জায়ান্টস: ইয়ন মর্গ্যান (অধিনায়ক), লেন্ডল সিমন্স, হার্শেল গিবস, জ্যাক কালিস, সনথ জয়সূর্যা, ম্যাট প্রায়র, নাথান ম্যাকালম, জন্টি রোডস, মুথাইয়া মুরলীধরন, ডেল স্টেইন, হ্যামিল্টন মাসকাদজা, মাশরাফি মোর্তাজা, অসগর আফগান, মিচেল জনসন, ব্রেট লি, কেভিন ও’ব্রায়েন, দিনেশ রামদিন।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in