১ গোলে এগিয়ে থেকেও ৩-২ গোলে হার। রবিবারের যুবভারতীতে মোহনবাগানের ছবি ঠিক এমনই। চেন্নাইয়ন এফসির কাছে হেরে আইএসএলের লিগ শিল্ড জয় কঠিন করে ফেলল টিম বাগান। আর ম্যাচের পরে মোহনবাগান সচিব দেবাশিস দত্তর আক্ষেপ, কোচ আন্টেনিও লোপেজ হাবাসের না থাকাই বড়ো ফ্যাক্টর হয়ে গেল।
ম্যাচের শেষে দেবাশিস বলেন, 'ফুটবলে কোচ কতটা গুরুত্বপূর্ণ সেটা প্রমাণ হল। এতদিন পরে খেলা হচ্ছে সব ঠিক আছে। কিন্তু হাবাসের না থাকাটাই ফ্যাক্টর।'
অন্যদিকে হাবাসের সহকারী মানুয়েল পেরেজ বলেন, "অবশ্যই শিল্ড জয়ের রাস্তা আমাদের আরও কঠিন হল। আর তিনটে ম্যাচ বাকি আছে আমাদের। এই তিন ম্যাচে আমরা নয় পয়েন্ট পেলে চ্যাম্পিয়ন হতে পারি। রাস্তাটা কঠিন কিন্তু অসম্ভব নয়।'
হাবাসের শারীরিক অবস্থা নিয়ে তাঁর সহকারী বলেন, 'কোচ গত দু’দিন ধরেই জ্বরে ভুগছেন, শরীরের তাপমাত্রা অনেক বেশি। তিনি এতটাই দুর্বল যে, আজ হোটেল থেকে দলের সঙ্গে মাঠেও আসতে পারেননি। তাঁকে হোটেলে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেন ডাক্তার। আশা করি, উনি মঙ্গলবার মাঠে ফিরতে পারবেন। উনি আমাদের দলের নেতা।"
রবিবার প্রথমার্ধে জনি কাউকোর গোলে এগিয়ে যাওয়া মোহনবাগান ৭২ মিনিটের মাথায় প্রথম গোল খায়। জর্ডন মারের এই গোলের পর ৮০ মিনিটের মাথায় ব্যবধান বাড়িয়ে নেন বিদেশী ডিফেন্ডার রায়ান এডওয়ার্ডস। স্টপেজ টাইমের চতুর্থ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে সমতা এনে দেন দিমিত্রি। কিন্তু একেবারে শেষ মিনিটে জয়সূচক গোল করে যুবভারতী ক্রীড়াঙ্গনের গ্যালারিকে নিস্তব্ধ করে দেন চেন্নাইয়নের পরিবর্ত ফরোয়ার্ড ইরফান ইয়াডওয়াড।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন