২০২৪ প্যারিস অলিম্পিকের ম্যাসকট করা হয়েছে 'দ্য ফ্রাইজ'। এই ম্যাসকটের মূল স্লোগান হচ্ছে 'অ্যালোন উই গো ফাস্টার, টুগেদার উই গো ফার্দার'। যার বাংলা মানে হল, আমরা একা গেলে দ্রুত যাব কিন্তু দলবেঁধে গেলে অনেক দূরে যাব।
প্রতিবারই অলিম্পিকে ম্যাসকট থাকে। আয়োজক দেশ গোটা বিশ্বের কাছে নিজেদের ঐতিহ্য, সংস্কৃতি তুলে ধরার জন্য এই ম্যাসকটের ব্যবহার করে। ম্যাসকটের মধ্যেই লুকিয়ে থাকে ওই দেশের কিছু ইতিহাস। এবারে অলিম্পিক আয়োজক দেশ ফ্রান্সের ঐতিহ্য বহন করছে ম্যাসকট 'দ্য ফ্রাইজ'।
ফ্রাইজ দেখতে একটা টুপির মতো। ফ্রান্সের পতাকার রঙ নিয়ে তৈরি করা হয়েছে ম্যাসকট। ফ্রান্সের কিংবদন্তি মারিয়ানের মাথায় এই ধরণের টুপি দেখা যেত। ফরাসি বিপ্লবের ইতিহাস লুকিয়ে রয়েছে ফ্রাইজের মধ্যে। ফ্রাইজ টুপিকে 'লিবার্টি ক্যাপ'ও বলা হয়। গ্রীক সাম্রাজ্যের অধীনে থাকা ফ্রাইজিয়ার (বর্তমান তুরস্ক) মুক্ত ক্রীতদাসরা এই ধরণের লাল টুপি পরতেন। স্বাধীনতার প্রতীক হিসেবে এই টুপি পরতেন তাঁরা।
ফ্রাইজের ডিজাইন তৈরি করেছেন প্যারিসের একটি ডিজাইনার টিম। প্যারিস অলিম্পিকের ম্যাসকট দেখে প্রথমে সবাই ভেবেছিলেন কোনও এক প্রাণীকে তুলে ধরা হয়েছে। কিন্তু আয়োজক কমিটির সভাপতি টনি এস্টানগুয়েট জানান, কোনও প্রাণী নয়, একটি বিশেষ বস্তুকে প্যারিস অলিম্পিকের ম্যাসকট করা হয়েছে। ফরাসি প্রজাতন্ত্রের শক্তিশালী প্রতীক এই ফ্রাইজ।
প্রসঙ্গত, ২০২০ টোকিও অলিম্পিকের ম্যাসকট ছিল 'মীরাইটোয়া'। জাপানী ভাষায় 'মীরাই' শব্দের অর্থ ভবিষ্যত এবং 'টোয়া' শব্দের অর্থ অনন্ত। যা মূলত জাপানের সংস্কৃতিকে তুলে ধরেছিল।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন