মুখোমুখি আইএসএল-র দুই 'লাস্ট বয়'! মহামেডানের দুর্বলতা খুঁজে মিনি ডার্বিতে ৩ পয়েন্ট চান অস্কার

People's Reporter: ব্রুজোন জানান, মানসিকতার দিক থেকে এএফসিতে জয় দলের জন্য ভালো। কিন্তু বাস্তবটা একদম আলাদা। কারণ আইএসএল একটা আলাদা প্রতিযোগিতা।
অস্কার ব্রুজোন
অস্কার ব্রুজোনছবি - সংগৃহীত
Published on

এএফসি চ্যালেঞ্জ লিগে জয় পেয়ে শেষ আটে যাওয়া ইস্টবেঙ্গলের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে ঠিকই কিন্তু আইএসএলে এখনও যে জয়ের খাতা খোলেনি। ৬ ম্যাচ খেলে ৬ টাতেই হার টিম লাল হলুদের। এই অবস্থায় গ্রুপের লাস্টবয় ইস্টবেঙ্গল শনিবার মিনি ডার্বিতে নামবে মহামেডানের বিরুদ্ধে। সাদা কালো ব্রিগেড আবার ইস্টবেঙ্গলের উপরেই রয়েছে।

যুবভারতীতে নামার আগে দলের কোচ অস্কার ব্রুজোন জানান, 'মানসিকতার দিক থেকে এএফসিতে জয় দলের জন্য ভালো। কিন্তু বাস্তবটা একদম আলাদা। কারণ আইএসএল একটা আলাদা প্রতিযোগিতা। সত্যিটা হল, আমি আসার পর দল দুটো ম্যাচ হেরেছে। এএফসি পর্ব আপাতত শেষ। আমাদের সম্ভাবনা রয়েছে পরিস্থিতির পরিবর্তন করার।’

মহামেডান দল নিয়ে অস্কার বলেন, 'মহামেডানে খুব ভালো ভালো প্লেয়ার রয়েছে। ওদের দলের মধ্যে একটা ভারসাম্য রয়েছে। তবে ওদের দুর্বলতাগুলো আমি সবার সামনে বলব না, ওটা আমরা কাজে লাগাব।'

এছাড়া ইস্টবেঙ্গল কোচ জানান, 'আমি কলকাতায় আসার পর এখানে কোনও অভ্যর্থনা পাইনি। ডার্বিতে হেরেছি। ওড়িশা ম্যাচেও হেরেছি সেই কারণে অভিজ্ঞতা ভালো নয়। সেটা নিয়েই এরপর এএফসিতে খেলতে যাই। এখন সেই সব ব্যাপার নেই।আবার মার্চ মাসে গিয়ে সেটা ভাবব। ইস্টবেঙ্গলকে ঘিরে সমস্ত আবেগ উত্তেজনা সেটা খুব ভালো বিষয়।'

ক্লেটন সিলভাকে কি রাখা হবে প্রথম একাদশে? অস্কার জানান, 'ক্লেটন নিজেকে মেলে ধরার চেষ্টা করছে। ও ছাড়াও আমাদের আরও ভালো প্লেয়ার আছে। আমি ভারতীয় আর বিদেশী প্লেয়ারের মধ্যে পার্থক্য দেখি না। আমাদের ক্লিনশিট রাখতে হবে। ক্লিনশিট রাখলে তবেই ঝুলিতে ৩ পয়েন্ট আসবে।'

অস্কার ব্রুজোন
ISL 2024-25: ইস্টবেঙ্গলের ১১ জনকেই রুখে দিতে হবে - মিনি ডার্বি দিয়েই জয়ে ফেরার লক্ষ্যে মহামেডান কোচ

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in