মাত্র ৩৩ বছর বয়সেই মৃত্যু হলো পাপুয়া নিউ গিনির অলরাউন্ডার কাইয়া আরুয়া। তবে ঠিক কী কারণে মৃত্যু হয়েছে তা জানা যায়নি। আরুয়ার মৃত্যুতে ক্রিকেট জগতে শোকের ছায়া নেমে এসেছে।
পাপুয়া নিউ গিনির মহিলা ক্রিকেট দল থেকে চিরতরে হারিয়ে গেলো এক তারকা ক্রিকেটার। ৩৩ বছরেই নিজের জীবনের ইনিংস থেকে ছুটি নিলেন কাইয়া আরুয়া। বৃহস্পতিবার মৃত্যু হয় এই ক্রিকেটারের। নিজের বাড়ি থেকেই উদ্ধার হয় তাঁর দেহ। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, বাড়িতে একাই থাকতেন তিনি।
২০১০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় কাইয়া আরুয়ার। ২০১৮ সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে পাপুয়া নিউগিনির অধিনায়কের দায়িত্ব সামলেছিলেন আরুয়া। সেই ম্যাচটি ছিল টি-২০ কোয়ালিফায়ার ম্যাচ। ওই বছরই আইসিসি উইমেন্স গ্লোবাল ডেভেলপমেন্ট স্কোয়াডে তাঁর নাম নথিভুক্ত হয়েছিল। তারপর ২০১৯ সালে ইস্ট এশিয়া-প্যাসিফিক টি-২০ বিশ্বকাপ বাছাই পর্বে দলের দায়িত্ব তুলে নেন নিজের কাঁধে। তাঁর অধিনায়কত্বে ২০১৯ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপ বাছাই পর্ব এবং ২০২১ মহিলা ক্রিকেট বিশ্বকাপ বাছাইপর্বের যোগ্যতা অর্জনে সফল হয় পাপুয়া নিউগিনি।
পাপুয়া নিউ গিনিকে ৩৯টি ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন এই মহিলা অলরাউন্ডার। যার মধ্যে ২৯টি ম্যাচ জিতেছিলেন। জাপানের বিরুদ্ধে নিজের দলের ইতিহাসে দ্বিতীয় সেরা বোলিং করেছিলেন তিনিই। ৪ ওভারে ৭ রান দিয়ে ৫ উইকেট সংগ্রহ করেছিলেন এই অলরাউন্ডার।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন