ওড়িশায় ক্ষমতায় আসার পরই 'বিজু পট্টনায়ক স্পোর্টস অ্যাওয়ার্ডে'র নাম পরিবর্তন করল বিজেপি। যা নিয়ে বিজেপি সরকারের সমালোচনায় সরব হয়েছে বিজু জনতা দল।
ওড়িশার ক্রীড়াক্ষেত্রে সর্বোচ্চ সম্মান হিসেবে 'বিজু পট্টনায়ক স্পোর্টস অ্যাওয়ার্ড' দেওয়া হতো। শনিবার সেই পুরস্কারের নাম পরিবর্তন করে রাখা হলো 'ওড়িশা রাজ্য ক্রীড়া সম্মান'। রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তররের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে বিষয়টি জানানো হয়েছে।
নির্দেশিকায় এও বলা হয়, পুরস্কারের অন্তর্গত লাইফটাইম অ্যাচিভমেন্টের জন্য ৩ লক্ষ টাকা নগদ, ক্রীড়া ক্ষেত্রে অনবদ্য পারফরম্যান্সের জন্য নগদ ২ লক্ষ টাকা এবং শ্রেষ্ঠ কোচিং-র জন্য ১ লক্ষ টাকা নগদ পুরস্কার দেওয়া হবে। এছাড়া ক্রীড়াক্ষেত্রে শ্রেষ্ঠ টেকনিল্যাল সাপোর্টের জন্য দেওয়া হবে ১ লক্ষ টাকার পুরস্কা। বর্ষসেরা উদীয়মান ক্রীড়াবিদের জন্য ১ লক্ষ টাকার আর্থিক পুরস্কার ধার্য করা হয়েছে।
প্রতি বছর জাতীয় ক্রীড়া দিবস অর্থাৎ ২৯ আগস্ট এই পুরস্কার প্রদান করা হয়। বিভিন্ন বিভাগে এই পুরস্কার দেওয়া হয়। ক্রীড়াক্ষেত্রে অসাধারণ প্রদর্শন, বিভিন্ন খেলার প্রচারের জন্য লাইফটাইম অ্যাচিভমেন্ট, শ্রেষ্ঠ কোচিং এবং শ্রেষ্ঠ ক্রীড়া সাংবাদিক হিসেবেও এই পুরস্কার দেওয়া হয়।
প্রসঙ্গত, ২০০১-২০০২ সালে 'বিজু পট্টনায়ক স্পোর্টস অ্যাওয়ার্ড' চালু করেছিলেন ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। রাজ্যের ক্রীড়া ক্ষেত্রকে আরও উন্নত এবং সার্বিক বিকাশ ঘটানোর জন্য তাঁর পিতার নামে এই সম্মান চালু করেছিলেন তিনি। বিজেডির এক নেতা জানান, সরকারের এই ধরণের সিদ্ধান্ত থেকে বিরত থাকা উচিত। কারণ শুধু ওড়িশা নয় দেশের বাইরেও বিজু বাবুর খ্যাতি রয়েছে। দেশের স্বাধীনতা সংগ্রামের সাথে তিনি যুক্ত ছিলেন। সমস্ত দল তাঁকে সম্মান করে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন