স্বস্তির খবর বাংলার জন্য। পাশাপাশি মহম্মদ শামির জন্যও। বুধবার বাংলা রঞ্জি ট্রফিতে মধ্যপ্রদেশের বিরুদ্ধে খেলবে। আর এই ম্যাচে বাংলার হয়ে নামবেন শামি। এতদিন এনসিএ (ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি) থেকে ফিট সার্টিফিকেট না পাওয়ায় মাঠে নামতে পারছিলেন না তিনি।
অবশেষে এলো খেলার অনুমতি। প্রায় ১ বছর পরে মাঠে নামবেন বাংলার পেসার।শেষবার শামি নেমেছিলেন ২০২৩ বিশ্বকাপ ফাইনালে। ১৯ নভেম্বর ভারত সেই ফাইনাল অস্ট্রেলিয়ার কাছে হেরে যায়। এরপর হাঁটুতে চোট পান বাংলার এই পেসার। অস্ত্রোপচার হয় তাঁর। আইপিএলেও মাঠে নামতে পারেননি। তবে শামি জানিয়েছিলেন তিনি মুখিয়ে আছেন মাঠে নামার জন্য। বাংলার হয়ে রঞ্জিতে কয়েকটা ম্যাচও খেলার কথা জানিয়েছিলেন।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে যেতে গেলে ভারতকে ৪-০ ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারাতে হবে। শামির ম্যাচ ফিটনেস আর পারফরমেন্স যদি ভালো থাকে তাহলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ দুটো টেস্টে ভারতীয় দলে দেখা যেতেও পারে তাঁকে।
তার আগে মধ্যপ্রদেশের বিরুদ্ধে শামির অভিজ্ঞতা কাজে লাগাতে মরিয়া বাংলা। গ্রুপ সি থেকে পরের রাউন্ডে কোয়ালিফাই করতে হলে বাংলাকে এই ম্যাচে জিততেই হবে। কর্ণাটক ম্যাচ থেকে ৩ পয়েন্ট আর উত্তরপ্রদেশ ম্যাচ থেকে ৩ পয়েন্ট এলেও ঘরের মাঠে বিহার আর কেরালা ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় একটু চাপে বাংলা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন