মহিলাদের টি-২০ বিশ্বকাপে ইতিহাস রচনা করল নিউজিল্যান্ড ক্রিকেট দল। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথমবার টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল তারা। পুরুষ দলের মতো ফের একবার ফাইনালে উঠে ব্যর্থ হল দক্ষিণ আফ্রিকার মহিলা ক্রিকেট দল।
এবারও চোকার্স তকমা সরলো না দক্ষিণ আফ্রিকার। রবিবার মহিলাদের টি-২০ বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা। টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাট করে স্কোরবোর্ডে ৫ উইকেট হারিয়ে ১৫৮ রান করে কিউইরা। নিউজিল্যান্ডের হয়ে ৩১ বলে ৩২ রান করেন ওপেনার সুজি বেটস। ৩৮ বলে ৪৩ রান করে ম্যাচের সেরা হন আমেলিয়া কর। টুর্নামেন্টের সেরাও হয়েছেন তিনি। এছাড়া ব্রুক হালিডে করেন ২৮ বলে ৩৮ রান।
জবাবে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১২৬ রানে থামে দক্ষিণ আফ্রিকার ইনিংস। প্রোটিয়াদের হয়ে সর্বাধিক রান করেন লরা। তাঁর ব্যাট থেকে আসে ২৭ বলে ৩৩ রান।
দক্ষিণ আফ্রিকা বা নিউজিল্যান্ড কেউই আগে টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়নি। স্বাভাবিকভাবেই নতুন বিশ্বচ্যাম্পিয়নকে দেখার জন্য প্রস্তুত ছিল ক্রিকেট বিশ্ব।
২০০৯ সাল থেকে শুরু হয়েছে মহিলাদের টি-২০ বিশ্বকাপ। উদ্বোধনী টুর্নামেন্টের ফাইনালে নিউজিল্যান্ডকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড। ২০১০ সালে ফের ফাইনালে ওঠে কিউইরা। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ৩ রানে জয়ী হয় অজিরা। আর দক্ষিণ আফ্রিকা ফাইনালে উঠেছিল ২০২৩ সালে। কিন্তু ১৯ রানে পরাজিত হয়েছিল অস্ট্রেলিয়ার কাছে। এবারের টি-২০ বিশ্বকাপে গ্রুপ পর্যায় থেকেই বিদায় নিয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন