প্রকাশিত হল ২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল-র আংশিক সূচি। লোকসভা নির্বাচনের কথা ভেবে বৃহস্পতিবার আংশিক সূচি প্রকাশ করা হয়েছে। আপাতত ১৭ দিনে ২১ টি ম্যাচের তালিকা পেশ হয়েছে।
এখনও দিনক্ষণ না ঘোষিত হলেও আগামী কয়েক মাসের মধ্যেই লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই কারণেই আংশিক সূচি প্রকাশিত হয়েছে। এবারের আইপিএল শুরু হচ্ছে ২২ মার্চ। ৭ এপ্রিল পর্যন্ত চলবে প্রথম সূচির ম্যাচ। প্রথম ম্যাচে মুখোমুখি হবে ধোনির চেন্নাই বনাম বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। চেন্নাইতে হবে ম্যাচটি।
একনজরে দেখা যাক কোন দলের কবে ম্যাচ রয়েছে -
কলকাতা নাইট রাইডার্স বনাম -
হায়দরাবাদ (২৩ মার্চ), রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (২৯ মার্চ) এবং দিল্লি ক্যাপিটালস (৩ এপ্রিল)।
মুম্বই ইন্ডিয়ান্স বনাম -
গুজরাট টাইটান্স (২৪ মার্চ), সানরাইজার্স হায়দরাবাদ (২৭ মার্চ), রাজস্থান রয়্যালস (১ এপ্রিল) এবং দিল্লি ক্যাপিটালস (৭ এপ্রিল)।
সানরাইজার্স হায়দরাবাদ বনাম -
কে কে আর (২৩ মার্চ), মুম্বই ইন্ডিয়ান্স (২৭ মার্চ), গুজরাট টাইটান্স (৩১ মার্চ) এবং চেন্নাই সুপার কিংস (৫ এপ্রিল)।
দিল্লি ক্যাপিটালস বনাম -
পাঞ্জাব কিংস (২৩ মার্চ), রাজস্থান রয়্যালস (২৮ মার্চ), চেন্নাই সুপার কিংস (৩১ মার্চ), কে কে আর (৩ এপ্রিল) এবং মুম্বই ইন্ডিয়ান্স (৭ এপ্রিল)।
পাঞ্জাব কিংস বনাম -
দিল্লি (২৩ মার্চ), আর সি বি (২৫ মার্চ), লখনউ সুপার জায়ান্ট (৩০ মার্চ) এবং গুজরাট টাইটান্স (৪ এপ্রিল)।
রাজস্থান রয়্যালস বনাম -
লখনউ সুপার জায়ান্ট (২৪ মার্চ), দিল্লি (২৮ মার্চ), মুম্বই (১ এপ্রিল) এবং আর সি বি (৬ এপ্রিল)।
লখনউ সুপার জায়ান্ট বনাম -
রাজস্থান (২৪ মার্চ), পাঞ্জাব কিংস (৩০ মার্চ), আর সি বি (২ এপ্রিল), এবং গুজরাট টাইটান্স (৭ এপ্রিল)।
চেন্নাই সুপার কিংস বনাম -
আর সি বি (২২ মার্চ), গুজরাট টাইটান্স (২৬ মার্চ) দিল্লি ক্যাপিটালস (৩১ মার্চ) এবং সানরাইজার্স হায়দরাবাদ (৫ এপ্রিল)।
গুজরাট টাইটান্স বনাম -
মুম্বই ইন্ডিয়ান্স (২৪ মার্চ), চেন্নাই সুপার কিংস (২৬ মার্চ), সানরাইজার্স হায়দরাবাদ (৩১ মার্চ), পাঞ্জাব কিংস (৪ এপ্রিল) এবং লখনউ সুপার জায়ান্ট (৭ এপ্রিল)।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম -
চেন্নাই সুপার কিংস (২২ মার্চ), পাঞ্জাব কিংস (২৫ মার্চ), কে কে আর (২৯ মার্চ), লখনউ সুপার জায়ান্ট (২ এপ্রিল) এবং রাজস্থান রয়্যালস (৬ এপ্রিল)।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন