গতকালই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি ও ওডিআই সিরিজের জন্য ভারতীয় স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই। স্কোয়াডে রয়েছে একাধিক চমক। বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার যেমন বাদ পড়েছেন, তেমন দলে এসেছেন বেশ কিছু নতুন মুখ।
ভারতের ঘোষিত স্কোয়াড দেখে ভারতের বিশ্বকাপ জয়ী প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং মন্তব্য করেছেন যোগ্য দাবিদাররাই সুযোগ পেয়েছেন। সোশ্যাল মিডিয়ায় বিসিসিআইকে ট্যাগ করে যুবরাজ ট্যুইটে লেখেন, "স্কোয়াডে কুলদীপ, ওয়াশিংটন, দীপক হুডা, রুতুরাজদের দেখে ভালো লাগছে। যোগ্য দাবিদার ছিলো ওরা।"
দক্ষিণ আফ্রিকা সফরে ওডিআই সিরিজে হতাশাজনক প্রদর্শন করে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়েছেন ভারতের দুই সিনিয়র ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন এবং ভুবনেশ্বর কুমার। তবে ভুবিকে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে রাখা হয়েছে। কিন্তু অশ্বিন দুই স্কোয়াড থেকেই বাদ পড়েছেন। বিশ্রাম দেওয়া হয়েছে জসপ্রীত বুমরাহকে। দুই স্কোয়াডেই নাম নেই মহম্মদ শামির।
ভারতের স্কোয়াডে রয়েছে বেশ চমক। নতুন মুখ হিসেবে ওয়ান ডে এবং টি-টোয়েন্টি দলে সুযোগ পেলেন রবি বিষ্ণোই। ওডিআই স্কোয়াডে জায়গা পেয়েছেন আবেশ খান, দীপক হুডা। ওডিআই এবং টি-টোয়েন্টি দলে ফিরেছেন ওয়াশিংটন সুন্দরও। তবে জাতীয় দলে ফের প্রত্যাবর্তন করছেন কুলদীপ যাদব।
ভারতের ওয়ান ডে স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড়, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, দীপক হুডা, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), দীপক চাহার, শার্দুল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা ও আবেশ খান।
ভারতের টি-২০ স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ অধিনায়ক),ইশান কিষাণ, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), বেঙ্কটেশ আইয়ার, দীপক চাহার, শার্দুল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, মহম্মদ সিরাজ, ভুবনেশ্বর কুমার, হার্ষাল প্যাটেল ও আবেশ খান।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন