হয়ে গেলো ১৩২ তম ডুরান্ড কাপের নকআউটের ড্র। ২৪ অগাস্ট শুরু হচ্ছে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল।
গুয়াহাটিতে প্রথম ম্যাচে লড়াই আর্মি রেড ও নর্থ ইস্ট ইউনাইটেড এফসি-র। ২৫ অগাস্ট দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আই লিগের গোকুলম কেরালা এফসি-র মুখোমুখি হবে ইস্টবেঙ্গল।
২৬ অগাস্ট তৃতীয় কোয়ার্টার ফাইনাল হবে গুয়াহাটিতে। সেই ম্যাচে চেন্নাইয়ন এফসি-র মুখোমুখি হবে এফসি গোয়া। ২৭ আগস্ট যুবভারতীতে চতুর্থ কোয়ার্টার ফাইনালে মুম্বই সিটি এফসি-র মুখোমুখি হবে মোহনবাগান সুপার জায়ান্ট। এরপর ২টি সেমি-ফাইনাল হবে ২৯ অগাস্ট ও ৩১ অগাস্ট। ডুরান্ড কাপ ফাইনাল হবে ৩ সেপ্টেম্বর।
এই প্রথম ২৪টি দল এই টুর্নামেন্টে খেলল। ভারত, নেপাল ও বাংলাদেশের ১৯টি ক্লাব ও পাঁচটি সেনা দলকে মোট ছ’টি গ্রুপে ভাগ করা হয়। প্রতি গ্রুপের সেরা একটি দল কোয়ার্টার ফাইনালে সরাসরি ওঠে এবং ছয় গ্রুপের দ্বিতীয় স্থানাধিকারী দলগুলির মধ্যে দু’টি সেরা দল শেষ আটে সুযোগ পায়। গতবার ফাইনালে মুম্বই সিটি এফসি-কে ২-১-এ হারিয়ে ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছিল বেঙ্গালুরু এফসি। এবার দেখার ট্রফি জেতে কারা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন